নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসিন

আকাশ১৩

শান্ত ভাবে থাকতে ভালোবাসি।

আকাশ১৩ › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের শুভেচ্ছা

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৯

দুটো ছোট গল্প এবং একটি দেশ.....................................



১ম গল্প-

এক বাবার গল্প বলি।তাঁর একটা মাত্র ছেলে।বয়স ১৭ কি ১৮।মুক্তিযুদ্ধে গেছে।শহীদ হয়েছে।মুক্তিযোদ্ধারা এসেছেন বাবার কাছে,শহীদের কাপড়চোপড় ফেরত দিতে।

বাবা কাঁদতে লাগলেন।বাবা বললেন,আমি কিন্তু এই জন্য কাঁদছি না যে আমার ছেলে যুদ্ধে মারা গেছে।আমি এই জন্য কাঁদতেছি আমার কেন মাত্র একটা ছেলে।

আজ যদি আমার আর একটা ছেলে থাকত,তাহলে তো তাকেও আমি যুদ্ধে পাঠাতে পারতাম।



২য় গল্প-

এক মায়ের গল্প।তাঁর একমাত্র ছেলে যুদ্ধে গেছে।পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়েছে।মা ছেলের সাথে দেখা করে বললেন,শক্ত হয়ে থেক বাবা।

কোন কিছু স্বীকার করবে না।ছেলে বলল,বহু দিন ভাত খাই না।আমার জন্য ভাত নিয়ে এসো।মা ভাত নিয়ে গেলেন ছেলের সাথে দেখা করতে।

গিয়ে দেখলেন ছেলে নেই!এই ছেলে আর কোন দিন ফিরে আসে নাই।এই মা জীবনেও আর ভাত খাননি।



আমাদের ভাই-বোনেরা হাসতে হাসতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন আমাদের ভাল থাকার জন্য।আমাদের বাবা-মায়েরা সন্তানের জীবন উৎসর্গ

করেছিলেন দেশের স্বাধীনতার জন্য ১৯৭১ সালে।তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা সুন্দর দেশ পেয়েছি।

দেশটাকে গড়ে তুলবো আমরাই।সে জন্য প্রান দিতে হবে না।নিজেকে সঠিক ভাবে গড়ে তুলতে হবে।আমরা যদি মানুষ হই,দেশ সুন্দর হবে।আমরা যদি

আলোকিত হই,দেশ আলোকিত হবে।



সবাই কে জানাই বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.