নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসিন

আকাশ১৩

শান্ত ভাবে থাকতে ভালোবাসি।

আকাশ১৩ › বিস্তারিত পোস্টঃ

"পথশিশুদের নিয়ে 'প্রচেষ্টা স্কুলের' দ্বিতীয় শাখার উদ্বোধন"

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১০

আবারও হাসি ফুটবে পথশিশুদের মুখে। হাসি ফুটবে তাঁদের কর্মজীবনে। তবে এবারের আয়োজনটা হবে একটু ব্যাতিক্রম ভাবে।

প্রচেষ্টার "Mission-24" প্রোজেক্ট সম্বন্ধে সবাই অবগত আছেন। এই প্রোজেক্টের উদ্দেশ্য হচ্ছে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশে বসবাস করা প্রায় ১১ লক্ষ পথশিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেয়া।

আমরা জানি শিক্ষা কোন সুযোগ নয়; এটি একটি অধিকার। কিন্তু আমাদের চারপাশের কয়জন শিশু এই অধিকার পাচ্ছে? সব দায়িত্ব কি শুধুই রাষ্ট্রের? আমরা কি পারি না যে যার যার অবস্থান থেকে সুবিধা বঞ্চিত এসব শিশুদের জন্য কিছু করতে?

বর্তমান বাংলাদেশে ! বিশেষ করে ঢাকার মধ্যে ভ্রাম্যমান বস্তি আছে প্রায় ৩৯৬ টি। যার মধ্যে বসবাস করে প্রায় ৬ লক্ষ পথশিশু। প্রচেষ্টার লক্ষ্য হচ্ছে ৩৯৬ টি বস্তিতে ৩৯৬ টি স্কুল স্থাপন করে পথশিশুদের জন্য উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা। প্রতিটি পথশিশুকে খাদ্য, বস্র, শিক্ষা ও চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি কর্মক্ষেত্রেরও ব্যবস্থা করা আমাদের লক্ষ্য।

...এই উদ্দেশ্যে আগামী ৩১ অক্টোবর প্রচেষ্টার দ্বিতীয় শাখা আমরা উদ্বোধন করতে যাচ্ছি। যেখানে পড়াশুনা করবে সুবিধা বঞ্চিত প্রায় ১০০ জন পথশিশু।

এই শাখায় ১০০ জন ডোনার ১০০ জন পথশিশুর স্পন্সর করবে। যাদের প্রতি মাসে মাত্র ১০০০ টাকার মাধ্যমে ১ জন বাচ্চা দুই ঈদে নতুন জামা থেকে শুরু করে প্রতিদিন দুপুরের খাবারও খেতে পারবে। কিন্তু এখন পর্যন্ত আমরা ৪৬ জন ডোনার পেয়েছি। তাই শুরুতে ৪৬ জনকে নিয়েই শুরু করতে হচ্ছে আমাদের কার্যক্রম ।

আগামী শুক্রবার তেজগাঁও রেলষ্টেশনে প্রচেষ্টা স্কুলের "দ্বিতীয় শাখা" উদ্বোধন হবে। এই স্কুলে পড়ানোর জন্য অবশ্যই কিছু ভলেন্টিয়ার প্রয়োজন সাথে প্রয়োজন আপনাদের সবার সহযোগিতা। কারন এখনও আমাদের ৫৪ জন বাচ্চার জন্য ৫৪ জন ডোনার প্রয়োজন। যদি কেউ স্পন্সর করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই নিন্মের ওয়েব সাইডে গিয়ে "Sponsor A Child" ফরমে আপনার প্রয়োজনীয় তথ্যাদি গুলো লিখে আমাদের কাছে পাঠিয়ে দিন। স্পন্সর কেন করবেন এবং কিভাবে করবেন এটা জানতে এই নোটটি পড়ে আসুনঃ http://goo.gl/XGbCLC

...আমাদের ওয়েব সাইডঃ http://www.prochestaedu.com

_যদি ভলেন্টিয়ার হতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই উপরোক্ত ওয়েব সাইটে গিয়ে 'Volunteer Form'এ আপনার প্রয়োজনীয় তথ্যাদি লিখে আমাদের কাছে পাঠিয়ে দিতে হবে।

==================
যেহেতু শুক্রবার প্রচেষ্টার দ্বিতীয় শাখা উদ্বোধন হতে যাচ্ছে তাই দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে প্রচেষ্টা স্কুলের দ্বিতীয় শাখা উদ্বোধন করতে চাচ্ছি, তাই আগামী শুক্রবার আপনাদের সবার উপস্থিতি কামনা করছি। প্রতিদিন না আসতে পারলেও প্রথমদিনটা পথশিশুদের কে নিয়ে কাটিয়ে দিতে চাই আপনাদের সাথে।

স্থানঃ তেজগাঁও রেলস্টেশন
সময়ঃ ৩১ অক্টোবর, বিকেল ৩ ঘটিকা ।
যোগাযোগঃ 01797599856 [আবির], 01672463264 [বাবু]

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২০

নুর ইসলাম রফিক বলেছেন: ১০০ জন পথ শিশুর এক বেলা খাওয়া,
পড়া লেখা ও ঈদের পোশাক খরচ ১ লক্ষ টাকা।
অবাক করলেন...............

২| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

শুভকামনা রইলো প্রচেষ্টার জন্য।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৩

অপূর্ণ রায়হান বলেছেন: শুভকামনা ।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৬

কলমের কালি শেষ বলেছেন: শুভ কামনা সুন্দর প্রচেষ্টায় । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.