![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকার এবার Facebook বন্ধ করে দিল, আপনারা আন্দলোনে নেমে আসুন, যে যেখানে আছেন আসুন আমরা আন্দলোন করি,,,,,
২| ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০২
সাদ আব্দুল্লাহ বলেছেন: আপনি কি sure যে এইটা সরকারের কাজ...?
facebook বন্ধ হইলেও google বন্ধ হয় নাই।
লেখা পরা কর...তারপর কথা বল
http://www.banglanews24.com/beta/fullnews/bn/361666.html
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩
মুগ্ধ মাহি বলেছেন: আমি তো ঢুকতে পারছি ।
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯
পলাতক আসামী বলেছেন: হে ছাগ,
চিলে কান নিয়ে যায় নাই।।
৫| ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০২
ইসপাত কঠিন বলেছেন: আন্দোলনের কতদূর? এখনো ফেসবুক নিয়ে আন্দোলনে আছেন নাকি?
৬| ২৭ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৫
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ফেসবুক কি ? এটাতে কি হয় ? দেখলাম অনেক পত্রিকায় এটা নিয়ে লেখালেখি হচ্ছে, এবিসি নিউজ, ডেইলীমেইলে.ইউকেতে ও দেখলাম এ জাতীয় একটা সংবাদ- ফেসবুক আর ইন্স্টগ্রাম নাকি এক ঘন্টার জন্য সারা বিশ্বে এক যোগে হ্যাক হয়েছে। ডেইলীমেইলের সূত্রে জানা গেছে- অনলাইন গ্রুপ লিজার্ড স্কােয়াড (টিকটিকি স্কোয়াড) দাবি করেছে তারা নাকি এটা হ্যাক করার সাথে জড়িত।
বিবিসির সূত্রে জানা গেছে- ফেইসবুক কর্তৃপক্ষ দাবি করছেন তাদের ইঞ্জিনিয়াররা (প্রকৌশলী) নতুন একটি সিস্টেম চালু করতে গিয়ে তা পুরাে সিস্টেমে এফেক্ট করেছে। ইউএসটুডেতে ও এ সংক্রান্ত নিউজ দেখলাম। আমাদের দেশের আইটি বিশেষজ্ঞদের এখনও কোনো বিবৃতি বা জ্ঞানগর্ভ উদগীরন দেখা যায়নি । হয়ত দু-একদিনের ভিতরে আমরা তাদের বক্তব্য ফেইসবুকের মাধ্যমে জানতে পারব।
৭| ২৭ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৪
এমএম মিন্টু বলেছেন: খুলছে ভাই
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৯
জনাব মাহাবুব বলেছেন: এইবার ব্লগ বন্ধ করবো। ওয়েট করেন