নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক জন সাধারন ছেলে, থাকি পহাড়ের পাশে,আফসোস করি জীবন টাকে নিয়ে।।।।।

মো:আল আমিন

মো:আল আমিন › বিস্তারিত পোস্টঃ

সুরে সুরে হরতাল

০৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৬


# মমতাজঃ ফাইট্টা যায়......!! ককটেল
ফইট্টা যায়!!
বন্ধু যখন লাঠি লইয়া আমার
গাড়ি ভাইঙ্গা দিয়া
শ্লোগান দিয়া হাইট্টা যায়,
ফাইট্টা যায়..........!
বুকটা ফাইট্টা যায়!!
# আইয়ুব_বাচ্চুঃ এক শহরের
গাড়ি তুই
একা ভাঙিস নে,,!! ভাঙতে দিস তুই
কিছু
মোরে...........!! ওরে সব টায়ার তুই
একাই
জ্বালাস নে,: একটু পোরাতেদিস
মোরে.........!!
# আসিফঃ ও পুলিশ! ও পুলিশ!!
তুমি কোথায়......!!
বুকের জমানো ব্যাথা, কান্নার
নোনা জলে, পেট্রোল বোমা
মারে গারিতে.................!!
# রবীন্দ্রনাথ_ঠাক
ুরঃ তুমি যে বোমার
আগুন জ্বালিয়ে দিলে মোর বাসে,
সে আগুন ছরিয়ে গেল.......!
সে আগুন ছরিয়ে গেল.......!!
চারপাশে,
চারপাশে, চারপাশে!!
# সালমাঃ ও মোর পিকেটার
বন্ধুরে.....!
একটা ককটেল বানায়া দে....!!
ওরে পালয়া গিয়াছে বিহার স্বামী,
হরতাল
করিতে।..........

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:০২

রুপম হাছান বলেছেন: জনাব মোঃ আল-আমিন ভাই,আপনার কষ্টার্জিত রম্যছড়াটি আমার কাছে খুব ভালো লেগেছে। তার জন্য একটা এক্সটা লাইকস দিলাম। লাইকস।

২| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৪

শায়মা বলেছেন: কবি নজরুল কোথায় ভাইয়া?

৩| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৯

শুভ্র বিকেল বলেছেন: হ্যা হ্যা দারুন!

৪| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:১১

মো:আল আমিন বলেছেন: শায়মা আপু, ওহ sry আসলে মনে ছিলনা, next কোন মজার ছড়ার মধ্যে বলা হবে, কবি নজরুলগীতি........

৫| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৫

আলোকিত আধারে বলেছেন: এ + ॥ ভালো লাগলো ।

৬| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:১১

ডেড ম্যান ওয়াকিং বলেছেন: ভাইছাব ধন্যবাদ আপনাকে চমৎকার এই ছড়াটি লিখার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.