![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বল্টু ল্যাপটপ কিনেছে..........
কেনার পর
ল্যাপটপের উপর ত্যক্ত- বিরক্ত হয়ে বিল
গেটস সাহেবকে ইমেইল পাঠাল :
মি: গেটস,
ঘটনা হইল, আমি যে ল্যাপটপটা কিনলাম,
কেনার পর শুরুতেই যে সমস্যা পেলাম,
এই keyboard এর letters গুলো
সঠিক ভাবে সাজানো নেই।
A এর পরে S এরপরে আবারD....এটা কোনো কিছু হইল?
ছোট বেলায় কি A,B,C, D ও শিখেন নাই ঠিকমত?
যাই হোক, Windows এ Start Button
আছে কিন্তু Stop Buttonনাই কেন?
Ms Word আছে কিন্তু Mr. Word কবে বেরুবে?
Ms. দের দেখলে মাথা ঠিক থাকেনা?
এসব ভন্ডামি ছাড়েন, বুঝলেন?
এর উপরে আবার আরেক গ্যাঞ্জাম,প্রায়ই একটা
ম্যাসেজআসে "press any key to continue ",এই
"any key" টা Keyboard এর কোথায় থাকে??
দুইদিন ধইরা খুইজ্জাও এই key পাইতাসি না।
এসবের মানে কি?
আর আপনি নিজে হলেন Gates (দরজা), Gates হয়ে
Windows (জানালা), বানালেন কেন?
আপনার সমস্যা টা কি?
২| ৩০ শে মে, ২০১৫ রাত ১০:২৬
ওয়্যারউলফ বলেছেন: লিখাটা পড়ে বেশ আনন্দ পেলাম। জিনিয়াস পোষ্ট।
৩| ৩০ শে মে, ২০১৫ রাত ১০:৩৬
অঅস্বাভাবিক এক মানুষ আমি বলেছেন: হা হা..
আল আমিন ভাই নামের সুবিচার করছেন।
সত্য কথাই কইছেন :ড
৪| ৩০ শে মে, ২০১৫ রাত ১১:২৬
আমি দামাল ছেলে বলেছেন: সুন্দর বিষয়গুলো তুলে ধরেছেন। তবে মনে হচ্ছে আপনি আরেকটু মনযোগ কিংবা শ্রম দিয়ে লিখলে আমরা আরও ভাল লেখা উপহার পেতাম।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৫ রাত ৯:২৮
বাকপ্রবাস বলেছেন:
হা হা