![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বল্টু গেল বাজারে ডাব কিনতে,,,
বল্টু- ডাব কয় টাকা???
দোকানদার- ৩০টাকা.
বল্টু -৩০টাকা দিয়ে কি ডাব খাব
নাকি???
দোকানদার-না খাইলে,,,গাছ থেকে
পেরে খান,,টাকা লাগবে,,,না,।।।
বল্টু -রেগে,,বলল,,গাছ থেকে পেরেই
খাব.
এই বলে বল্টু গাছে উঠতে শুরু করল,,,
হঠাৎ পা পিছলে ডাব ধরে,ঝুলে থাকল,
বল্টু কিছুক্ষন জুলে থাকল,,
হঠাৎ এক লোক হাতি নিয়া যাইতে ছিল,,
বল্টু বলল ভাই আমাকে নামাইয়া দিবেন, হাতি ওয়ালা ৫০০ টাকা লাগবে,,
বল্টু- আচ্ছা দিব, আগে নামান, যখনি হাতি
ওয়ালা বল্টুর পা ধরল,, তখন হাতি নিচ
দিয়া চলে যায়,,, এখন দুজনেই জুলে
আছে,,,
তার কিছু খন পর এক ঘোড়া ওয়ালা,,
যাচ্ছিল ঘোড়া নিয়ে,,,
তখন হাতি ওয়ালা বলল,,
ভাই আমাদের দুজন কে নামাইয়া
দিবেন,,,???
ঘোড়া ওয়ালা নামাইতে পারি ১০০০
টাকা লাগবে,,,
বল্টু আচ্ছা দেব,,,
যখনি ঘোড়া ওয়ালা,,,,
হাতি ওয়ালার পা ধরল,,,
তখনি ঘোড়া নিচ দিয়ে চলে যায়,,,
এখন ৩জনেই জুলে আছে,,,
তখন বল্টু বলল,,,
তুই কত চাইছিলি ৫০০ আর তুই ১০০০,,,
এখন তরা দুজনেই ২০০০ করে বাহির কর,,,,
নইলে হাত দিলাম ছাইরা।
কি হাসলেন তো???
২| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৮
বিজন রয় বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৬
মশার কয়েল বলেছেন:
