![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে গিয়ে মুছে ফেলি …… আবার লিখার চেষ্টা
মানবতা ??? না মৌলিক শিক্ষা ???? নাকি সুশিক্ষা ???
নিজেই আমি কেমন ছেলে ???
কেমন আমার আচার ( স্বভাব ) ??
বিচার করতে সত্যি আমি
নিজের কাছেই হার………।
পড়েছিলাম বাঁচতে হলে
লাগে শ্বাস ( অক্সিজেন ) ।
পড়তে গেলে মন ( মনযোগ ) ।
পরিবেশ চায় সুন্দর সমাজ
শিক্ষার আলোড়ন ।
এ-কেমন শিক্ষা এখন ??
ছাত্র এখন লিডার ??
এখনো কি বলব আমরা ??
পরিবেশ আছে শিক্ষার ??
শিক্ষক আমার মাতা-পিতার মত
বলেদিল ইসলাম !!
এত কিছু শিখে এখন
কার সাথে কি করলাম ??
ছাত্রের সাথে হিংস্র আজ
শিক্ষীত সেই স্যার !!!!!!
নয়লে কেমনে বউয়ের মত !!
ছাত্রীর সাথে ফের ( ডট ডট ডট )???
…
…
কাকে দেখে শিখব আমরা ??
চলব কাকে নিয়ে ??
কেউ বলিতো হ্যাপি বার্থডে !!!
কেউবা আমার চ্যায়ার্স !!!
ক্লাসে এখন পার্টি চলে !!!
চলে নাচ আর গান !!!!
থাকে কি সেতা ছেলেদের সামনে ???
মেয়েদের আত্বসম্মান !!!
মেয়েরাও অনেক স্মার্ট দোস্ত বলে কথা !!!
গলায় হাত আর জড়িয়ে ধরে বলে মনের কথা !!
শিক্ষা সমাজ অনেক মুল্য শুনি মূর্কের কাছে !!
সেই মূল্যটা আজ খুজে পায়না শিক্ষীত ব্যক্তির কাছে !!!
তুমি কেমন বাবা আবার তুমি কেমন মা ???
পর্দা ছাড়া তোমার মেয়ে কেমনে দেয় পা ??
হিন্দু হও আর মুসলিম হও না তুমি বৌদ্ধ !!!
মেয়ের সম্মান মেয়েরায় বুঝে !!!
কখন হবে উদ্বুদ্ধ ???
উলগ্ব যে দেখায় তাকে দেখ না তুমি নিজে ??
তোমার মেয়ে তুমি হিনা কেমনে এমন সাঁজে ??
বাবা হয়ে মেয়ের দিকে ন নজর !!!!!
মেয়েকে কি পন্য ভাব ?? সেই পন্যের সওদাগর ??
যদি তুমি তা না হও মেয়ে কেন এমন !!!!!
মেয়ের যেমন স্বভাব নিশ্চয় বাবারটা ও কী তেমন !!!!
নিশ্চুপ সমাজ !! নিরভ আমরা !!! নিরভ আমি নিজেই !!!
তোমায় বললে সমাজ আমায় তাড়াবে অমনি হ্যাঁয় হ্যাঁয় !!!
…
তোমায় দেখে লুকিয়ে হাসে পথের পাশের ছেলে !!!
এমন পাশে লুখিয়ে আছি আমিও আছি চেয়ে !!!
ভেব নাকো তুমায় দেখছি !!! ভাব তোমার বাহার !!
লজ্জিত মোরা শিক্ষীত ছেলে !!! তোমায় মোহ পেয়ে !!
কেমন মেয়ে তুমি আবার বল খুলে কথা !!!
কে ছিল তোমার সাথে কোথায় তোমার মাথা ??
ভালবাসা আর প্রেম বলে করে যাও হাঙ্গামা !!
রেডিওতে গিয়ে খুলে বল !!!
কে ছিল তোমার পিতা !!
সাহস নামে আর-জে কিব্রিয়া
নিজে কুলাঙ্গার !!!
সেইতো ভাবছে বানর নাছে !!
অনেক কিছু নাছার !!
কথার কেমন ডাইলগ আর দেখুন জীবন কেমন !!!
জীবন এখন মোহের নিকট !!!
জীবন কত নাটক !!!!
২| ২২ শে জুন, ২০১৬ ভোর ৬:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: লিখতে গিয়ে মুছে ফেলি …… আবার লিখার চেষ্টা
মানবতা ??? না মৌলিক শিক্ষা ???? নাকি সুশিক্ষা ??
প্রথম লাইনটিতে একটু ধাক্কা খেয়ে ছিলাম,
কারণ শিশুকালে পড়ালেখা শুরুই হতো
স্লেটে লিখে আর মুছে । সকুলে শিক্ষকের ব্ল্যাক বোর্ডে
লিখে আর মুছে ।
যাহোক একটি কবিতা উপহার দেয়ার জন্য ধন্যবাদ ।
৩| ২২ শে জুন, ২০১৬ সকাল ৮:০৯
জ্ঞানহীন মহাপুরুষ বলেছেন: কবিতার জন্য আরো সময় দিন। (?) চিহ্ণ অতিরিক্ত ব্যবহার উচিত না।
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৬ ভোর ৪:০৩
মানুষ বলেছেন: অতি অখাদ্য হয়েছে।