নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

‌হানাহানি ছেড়ে দিন, কলম হাতে তুলে নিন

আলী আকবর ভুঁইয়া

লেখালেখি হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার।

আলী আকবর ভুঁইয়া › বিস্তারিত পোস্টঃ

সিরাত গ্রন্থ সিলেবাসভুক্ত করা প্রসঙ্গে

১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০২

বর্তমানে শিক্ষিত মানুষের অভাব নেই। অভাব হলো উন্নত চিন্তা আর মানবসেবার মনোভাবাপন্ন লোকের। শিক্ষিত লোকদের বিশাল একটা অংশ বেকার। সে অজুহাতে তারা নানা প্রকার অপরাধ প্রবণ কাজে জড়িত হয়ে পড়ছে। যারা কাজ করছে তারাও অপরাধ করছে। এ অবস্থায় জাতির মুক্তি মিলবে কি করে। সু-শিক্ষাই জাতিকে মুক্তি দিতে পারে। এ ক্ষেত্র্রে নৈতিক শিক্ষা প্রদান খুবই জরুরী।
ইসলামী শিক্ষার ভিত্তি গড়ে উঠবে নৈতিকতাকে কেন্দ্র করে। শিার মূল উদ্দেশ্য হলো মানুষের ভেতর নৈতিকতার বিকাশ ঘটানো। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যত মানুষ জন্মেছেন তাদের মধ্যে সবচেয়ে উন্নত নৈতিক চরিত্রের সমাবেশ ঘটেছে মুহাম্মদ (তাঁর ওপর শান্তি বর্ষিত হোক)-এর জীবনে। শিক্ষার সুফল পেতে হলে নৈতিকতা সম্পন্ন জাতি গঠন করতে হবে। তাই নৈতিকতা সম্পন্ন উন্নত জাতি গঠনে মুহাম্মদ (তাঁর ওপর শান্তি বর্ষিত হোক) -এর জীবনী অধ্যয়নের কোনো বিকল্প নেই। সেজন্য ভাসা ভাসা খন্ডিত অংশই কেবল নয় - তাঁর পুরো জীবনীটি সকলের জানা থাকা প্রয়োজন। তাই বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে বিশেষ করে স্নাতক এবং স্নাতক সম্মান কোর্সে মুহাম্মদ (তাঁর ওপর শান্তি বর্ষিত হোক)-এর জীবনী সিলেবাসভুক্ত করা উচিত।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: খুব ভালো চিন্তাধারা, আপনার চিন্তাধারা কে সৃষ্টিকর্তা বাস্তব রুপ দিন, ধন্যবাদ।

১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২০

আলী আকবর ভুঁইয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ,
বাস্তবে রূপদান করার জন্য আমাদরে কি কি করা প্রয়োজনা?
সিলেবাসভুক্ত করার দায়িত্ব কার বলে আপনি মনে করেন?

২| ১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬

আল হাবসি বলেছেন: আর ঠীক জীবনের কী কী স্যাব্জেক্ট কে ইসলামী খাতনা করলে---নৈতিকতা সম্পন্ন জাতি গঠন হবে ??
পাথর য়ুগের চিন্তা থেকে জাতি কে বের না করার- এই প্রয়াস- আর কতদিন ??

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩২

আলী আকবর ভুঁইয়া বলেছেন: ধন্যবাদ ভাই,
প্রচলিত শিক্ষায় নৈতিকতা সম্পন্ন জাতি গঠিত হচ্ছে বলে আপনি মনে করেন কি?
নৈতিকতা সম্পন্ন জাতি গঠন আরো যা অন্তর্ভুক্ত করা যেতে পারে তা হলো: সরাসরি কুরআন হাদীস। এর কোনোই বিকল্প আছে বলে আমার জানা নাই।
আপনি প্রস্তর যুগের কথা বললেন, আপনি বলেছেন পাথর যুগের চিন্তা। আপনার কথার সাথে আমি একমত নই। আমরা মহানবীর (তাঁর ওপর শান্তি বর্ষিত হোক) যুগ হলো সবচেয়ে আধুনিক যুগ। সে যুগের মানুষরাই হলো সেরা মানুষ। আর মহানবী (তাঁর ওপর শান্তি বর্ষিত হোক) তো কোনা দেশের জন্য, ধর্মের জন্য, নির্দিষ্ট বর্ণের মানুষের জন্য আসনেনি।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫

আবু ছােলহ বলেছেন:



মানবিক মূল্যবোধহীন ঘূনে ধরা এ সমাজের অসুস্থ ধারার পরিবর্তন সাধন করে, সুস্থ সবল উন্নত নৈতিকতা সমৃদ্ধ আধূনিক জাতি গঠনের প্রয়োজন পূরনে মানবতার মুক্তির মহানায়ক, বিশ্ব সভ্যতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনালেখ্য পাঠ্যসূচীর অন্তর্ভূক্ত করা সময়ের অন্যতম দাবি।

ভাল থাকব্নে।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪

আবু ছােলহ বলেছেন:



কিছু লোকের মনে হয়, খাতনা খুবই প্রয়োজন!
কথায় কথায় খাতনা খাতনা করতে তারা মুখে ফেনা তোলেন!!

বলি- ইসলামের খাতনা হয় না, ইসলাম পরিপূর্ন জীবন বিধান। হ্রাস বৃদ্ধির কোন কিছুই আর এই মহান ধর্মের জন্য বাকি নেই। বরং, আপনার খাতনা এখনও না হয়ে থাকলে দ্রুত হাসপাতালে গিয়ে ডাক্তারের স্মরনাপন্ন হলেই পারেন।

আর এমনিতেও খাতনা করালে আধূনিক মেডিকেল সায়েন্স মোতাবেক, অনেক স্কীন ডিজিজ থেকে নিরাপদ থাকা সম্ভব!
সুতরাং খাতনাকে এত ভয় পাওয়ার কি আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.