![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♩♩জীবনে ত্যাগ থাকা ভালো তবে তা যেন অর্থবহ হয় _ মিল্টন
হে জীবন ,
তুমি মোরে করেছো আবেগী ।
হে জীবন ,
তুমি মোরে দিয়েছো দুঃখ সুখের কষ্ট ।
হে জীবন ,
তুমি মোরে করেছো কঠোর ।
হে জীবন
তুমি মোরে দেখিয়েছো বাস্তবতা ।
হে জীবন
তুমি মোরে দিয়েছো অতি কষ্টের মাঝে মুখে হাসি ধরে রাখার কৌশল ।
হে জীবন
তুমি মোরে করেছো প্রশ্নবিদ্ধ ।
হে জীবন
তুমি ফিরিয়ে দাও মোর কান্নাগুলো হাসিয়ে হয়ে ।
আমি আবার ফিরে পেতে চাই মোর আগের জীবন , আগের পাল তোলা নৌকার অবাধ ছুটে চলার মত অপার স্বাধীনতা ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫২
মো আলমগীর হাসান কাজল বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১
ফাহিম আবু বলেছেন: ভাল লাগল !
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৭
মো আলমগীর হাসান কাজল বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৩
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো। ধন্যবাদ