| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ আমানউল্লাহ
মরতেই হবে যখন,শহীদি মরন দিও আমাকে।
বরাবর দেখে আসছি নিষিদ্ধ বিষয়গুলাতে আমাদের চুলকানি এত বেশি যে,অনেকে আমরা নিষিদ্ধ ব্যাপারটাকে স্মার্টনেস মনে করি ।
বিশেষ করে তথাকথিত প্রগতিশীল দের মধ্যে ব্যাপারটা বেশি পরিলক্ষিত।
এই ধরুন পোষাকের কথা....
যেখানে আল্লাহ তায়ালা পুরুষদের জন্য টাকনুর উপরে পোষাক পরাকে ফরজ করেছেন,
সেখানে টাকনুর নিছে পোষাক পরাকে স্মার্টনেস মনে করেন তথাকথিত প্রগতিশীলরা ।
পক্ষান্তরে,
যেখানে আল্লাহ তায়ালা মহিলাদের জন্য চোখ,হাতের তলা,পায়ের তলা ছাড়া বাকি অংশগুলাকে আবৃত করতে নির্দেশ করেছেন,
সেখানেই আমাদের আমাদের সেইসব বোনেরা (যারা নারীর স্বাধীনতা অর্জনের নামে নিজের মান-ইজ্জত,আবরুর বিলিয়ে দিচ্ছেন অকাতরে)
টাকনুর উপরে পোষাক পরছেন অকাতরে (বাস্তবে এর ফজিলত কি তা আমার বোধগম্য নয়,তারা এটাকে স্মার্টনেস মনে করেন বটে)
২|
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২০
মোঃ আমানউল্লাহ বলেছেন: এছাড়াও আরো অনেক বিষয় আছে......
মনে করি আমাদের চিন্তাধারা পরিবর্তন করা দরকার ।
মন্তব্য করার জন্য ধন্যবাদ...
৩|
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২২
মোঃ আমানউল্লাহ বলেছেন: ব্যাপারটা লক্ষনীয় ।
৪|
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিজের ঘর সামলাতে হবে আগে...
১২ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪৯
মোঃ আমানউল্লাহ বলেছেন: অভাব শুধু নৈতিকতার.....
৫|
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪২
মায়াবী ঘাতক বলেছেন: ইসলামে পয়লা বৈশাখ হারাম তবে বৈশাখী ভাতা হালাল। সুদ খাওয়া হারাম তয় সুদি ব্যাঙ্কে চাকরি করা হালাল
রাস্তায় বেপর্দা হয়ে চলাফেরা করা হারাম বাট গায়ের কাপড় খুলে সরকারি চাকরি(পুলিশ, র্যাব, বিসিএস) করাটা মেয়েদের জন্য হালাল।
আমরা এখন ইসলামের বাংলাদেশী ভার্সন পালন করতেসি।
![]()
১২ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪৭
মোঃ আমানউল্লাহ বলেছেন: তার কারন আমরা আমাদের নিজেদের প্রয়োজনের তাগিতে ফতোয়া তৈরি করে ফেলি...........
৬|
১২ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৮
কালনী নদী বলেছেন: আসলে এসব বিষয়ে আমি আলোচনায় যেতে চাই না, কখনও! তার যথেষ্ট কারনও আছে।
১২ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪২
মোঃ আমানউল্লাহ বলেছেন: ব্যানড হওয়ার ভয়ে?
৭|
১২ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৯
কালনী নদী বলেছেন: আসলে তা না। ব্যাপারটা সেনসিটিভ, অনেকে কষ্ঠ পান। উপস্থাপন বা আমাদের আলোচনাটা উগ্রবাদির মতন হয়!
উগ্রাবাদি নাস্তি বা উগ্রবাদি ইসলামপন্থি!
আসলে বিভেদটা সম্পূর্ই সীমাচিন নয়।
১২ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫০
মোঃ আমানউল্লাহ বলেছেন: ওও...
আই সি...
৮|
১২ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৮
কালনী নদী বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আমাকে বোঝার জন্য সত্যিই আমি আনন্দিত! ![]()
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৫
মোঃ আমানউল্লাহ বলেছেন: আপনাকেও ধন্যবাদ...
বাট,বি কেয়ারফুল "সেকুলার হতে সাবধান"
৯|
১২ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৮
Subroto বলেছেন: সঠিক বলেছেন ! আমি একমত আপনার সাথে ।
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:০২
মোঃ আমানউল্লাহ বলেছেন: সহমত পোষন করার জন্য ধন্যবাদ।
এবার পালা নিজেদের শুধরানোর......
১০|
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫২
CO2 বলেছেন: মুখমন্ডল দেখানো যাবে এটা আল্লাহ কোথায় বলেছেন ?
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৭
মোঃ আমানউল্লাহ বলেছেন: মূখমন্ডল বলতে কি বুঝাই?
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৯
মোঃ আমানউল্লাহ বলেছেন: দুঃখিত....
ক্ষেত্রবিশেষ মূখ বের করা গেলেও মূলত চোখ,হাতের তলা,পায়ের তলা ছাড়া বাকি অংশগুলাকে আবৃত করতে নির্দেশ করা হয়েছে।
মন্তব্য করার জন্য ধন্যবাদ..
১১|
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৫
CO2 বলেছেন: মুখমন্ডলের পরিধি হচ্ছে থুতনি থেকে চুলের অগ্রভাগ পর্যন্ত এবং দুই কানের বোটা পর্যন্ত । আর হ্যা ক্ষেত্রবিশেষে মুখমন্ডল বের করা জায়েজ আছে । তবে আমাদের আহালদের উচিত সাহাবারা যেভাবে পর্দা করেছেন তাদেরও সেভাবে পর্দা করা । কারন উনারা ছিলেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দীগন যাদের প্রতি আল্লাহ রাজিখুশি হয়েছেন । ধন্যবাদ সঠিক বিষয়টা বুঝার জন্য । জাজাকাল্লহু খাইরন :-)
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৬
মোঃ আমানউল্লাহ বলেছেন: আন্নেরে অনেক ধন্যবাদ...
ফা জাজাকা ওয়া বারাকাল্লাহু ফিক।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৭
০ভন্ডবাবা বলেছেন: হুম, নিজেকে দিয়েই বলতে পারি কথাটা সত্য