নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের থেকে মুল্যবান\"\nআল্লাহ সেই কলমের কালি ব্যায় করার তৈফিক দান করুন ।

মোঃ আমানউল্লাহ

মরতেই হবে যখন,শহীদি মরন দিও আমাকে।

মোঃ আমানউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

এক দিনে তিন রোজা....

২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنۡدَ اللّٰهِ الصُّمُّ الۡبُكۡمُ الَّذِيۡنَ لَا يَعۡقِلُوۡنَ
আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে সেই সব বধির ও বোবা লোক,যারা বিবেক-বুদ্ধি কাজে লাগায় না।
সুরা আনফাল--২২

অর্থাৎ যারা সত্য কথা শোনেও না। সত্য কথা বলেও না। যাদের কান ও মুখ সত্যের ব্যাপারে বধির ও বোবা।



যেমন কেউ যদি আপনাকে বলে অমুক ব্যক্তি এত বড়ো আল্লাহর অলী ছিলো যে প্রতিদিন তিনটা করে রোজা রাখতো।আপনি চিন্তা না করে,বিবেক কে কাজে না লাগিয়েই সমর্থন করে দিলেন,বলে ফেললেন সুবাহানাল্লাহ আল্লাহু আকবার কত্তো বড়ো আল্লাহর অলী ছিলো বেচারা।

বরং বিবেক-বুদ্ধি দিয়ে চিন্তা করে বক্তাকে ধমক দেওয়া উচিৎ ছিলো যে এই মিঞা গাঁজাখুরি কথা বাদ দাও,এক দিনে তিন রোজা থাকলেতো তার রোজাই হয় নাই।

জীবন চলার প্রতিটা মুহূর্তে আল্লাহ আমাদের বিবেক কে প্রোপার ইউজ করার তৌফিক দিক.....
আমিন

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

তট রেখা (১) বলেছেন: কি করবেন ভাই কমন সেন্স তো আসলে কমন না। নাহলে ভন্ডদের দরবারে এত মানুষের আনাগোণা হয় কেমন করে।

২৪ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৫২

মোঃ আমানউল্লাহ বলেছেন: ব্যাপারটা উপলব্ধি করার জন্য ধন্যবাদ...

২| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

জাবের খান বলেছেন: সুন্দর কথা।

২৪ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৫২

মোঃ আমানউল্লাহ বলেছেন: সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ...

৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৭

কালনী নদী বলেছেন: সুন্দর+++

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৮

মোঃ আমানউল্লাহ বলেছেন: ধন্যবাদ++++

৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৮

কালনী নদী বলেছেন: এই বার সংগ্রহে গেল :)
you dont have to mention thanks vaiya' you are always welcome!

২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫০

মোঃ আমানউল্লাহ বলেছেন: এই বার সংগ্রহে গেল???

৫| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৮

কালনী নদী বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.