নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি খুব সাধারন একজন মানুষ. অামার জানার অাগ্রহটাএকটু বেশি. মোবাইল অামার সব ছাইতে প্রিয়. অবসরে সারাক্ষন মোবাইল নিয়া পড়ে থাকি. কিন্তু কোন অাড্ডা পছন্দ করিনা.

মোঃ অামিরুল

অভিমানী রাজকুমার

মোঃ অামিরুল › বিস্তারিত পোস্টঃ

তোমাদের নতুন অতিথী

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২১


বন্ধুরা অামি সামুতে নতুন. তোমরা যদি অামাকে সাহায্য করো তবে অামি কিছুটা হলেও শিখতে পারবো.
সবাইকে অামার সালাম.

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহলান সাহলান
কি যে দেবো খাজনা;
শায়মাপু মাতোয়ারা
বাজায় সেকি বাজনা।


২| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার ঐ পোজ দেখে
লেডিজরা পুরো কাত;
ওপেনিং পোষ্টেতে
করে দিলে বাজিমাত।


৩| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪১

শায়মা বলেছেন: খাজনা কি চাও বলো
মেরা ভাই আমিরুল
কি করি ভাইয়াটা
আনতে যে গেলো ফুল!!!!!!!:)

৪| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৪

সুমন কর বলেছেন: এভাবে ছবি দেবার কোন প্রয়োজন নেই, এটা ফেসবুক নয় !!!!
পড়ুন, লিখুন এবং মন্তব্য করুন।

৫| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খালি ফুলে হবেনাকো
সাথে চাই খাদ্য;
তুমি আপু মহা চালু
খালাস বেজে বাদ্য।

৬| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৬

শায়মা বলেছেন: আমিরুলভাইয়াটা সাবধানে থেকো ভাই
কি যে করি ভাইয়ার খেয়ে দেয়ে কাজ নাই
সারাক্ষন লেগে থাকে পোজা পাজ ঢং নিয়ে
এত ছবি পোজ দিলো তবু হলোনা তার বিয়ে!:(

৭| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন:
খাও ভায়া পেট পুরে
পেয়োনাকো শরমে;
আরো দিনু বোরহানী
মরনের গরমে।

৮| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপুনির বাজে গপে
দিয়োনাকো কান;
খোদার ফযলে বিয়ে
করেছি তিনখান।

বড় বউ গায় ভালো
মেজো বউ মাস্তি;
ছোট বউ....ইয়ে মানে
সবি কবো আস্তি................

৯| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দেখলাম। এবার পড়তে চাইছি।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৮

মোঃ অামিরুল বলেছেন: ধৈর্য্য ধরে দোয়া করুন....

১০| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৭

শায়মা বলেছেন: @ কি করি আজ ভেবে না পাই ভাইয়া

আরেকটা বাকী কেনো
সিনা করে টানটান
করে ফেলো পুরো চার
কান কাটা রমজান!

১১| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০১

মোঃ অামিরুল বলেছেন: হা হা হা.... অাপনাদের মন্তব্য পড়ে তো অামার চরম হাঁসি পাচ্ছে. ছন্দের সুরে সুরে.

১২| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৬

গেম চেঞ্জার বলেছেন: আপনে এত সুন্দর ক্যারে?? ;)

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৩

মোঃ অামিরুল বলেছেন: বলেছেন: ভাই অামি গায়ে ময়দা মাখছি.

১৩| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৩

শায়মা বলেছেন: ট্রাই করো ছন্দ
আমাদের সাথ সাথ
কিছু মিছু শিখে যাবে
করে দেবে বাজিমাৎ!!!!!!!!!!

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২০

মোঃ অামিরুল বলেছেন: হয়েছে তো....

১৪| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৮

মোঃ অামিরুল বলেছেন: পড়তে পড়তে ছন্দ
মনে লেগেছে দন্দ,,
হয়ে গেছে রাত
অামি হয়েছি কাত,,,
তোমাদের ছন্দের
সাথে অামার এই
প্রথম বাজিমাৎ.....
.
.
.
কি!.................. হলো?

১৫| ২৮ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:২০

মুফতি উবায়দুল্লাহ বলেছেন: শুভ কামনা রইলো....

১৬| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:০৯

মোঃ অামিরুল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.