নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম

“যে ব্যক্তি ভাল কাজ করবে, হোক সে পুরুষ কিংবা নারী, এবং সে ঈমানদার হবে, এরূপ লোক জান্নাতে দাখিল হবে, আর তাদের প্রতি বিন্দুমাত্র অবিচার করা হবে না।” (আন-নিসা ৪:১২৪)

ভালবাসা007

প্রত্যক মানুষের জীবনে কাউকে না কাউকে ভালবাসা প্রয়োজন। এম ডি আরিফ

ভালবাসা007 › বিস্তারিত পোস্টঃ

জীবনের অর্থ

২৭ শে জুন, ২০১৩ রাত ১১:৩৩

জীবন মানে কী?

শুধুই নিজেকে নিয়ে ভাবা?

শুধুই একটা লক্ষ্যের পেছনে ছুটে চলা?

তারপর একদিন মহাকালে বিলীন হয়ে যাওয়া?

এই কী জীবন?

এজন্যই কী আমাদের এই পৃথিবীতে আসা?



এ কেমন জীবন?

যখন দেখেও দেখি না ক্ষুধিতের হাহাকার,

কানে আসে না নিঃস্বের আর্তনাদ,

কখনোই বুঝতে চেষ্টা করি না তাদের কষ্ট।

তাদের জন্য কেবল ঝরে পড়ে সমবেদনা,

যার আড়ালে থাকে ঘৃণা আর অবজ্ঞা।

একদিন সব ভুলে যাই আবার,

তাদের কথা একবারও মনে পড়ে না।



আবার ঢুকে যাই গৎবাঁধা জীবনে,

চার দেয়ালে আবদ্ধ স্বার্থান্ধ জীবন।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:১৯

গ্রীনলাভার বলেছেন: ভাই আপনে কি ব্যান খাইছেন? কবিতা পোষ্টে হিট নাই!!! সামুর জীবনে এইটা আমি প্রথম দেখলাম।

২| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৭

সকাল রয় বলেছেন:
দারুন লিখসেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.