নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসাদ

মুক্ত বিহাঙ্গ

মুক্ত বিহাঙ্গ › বিস্তারিত পোস্টঃ

তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান কে নিয়ে কিছু কথা

১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৯

তালা উপজেলা ছাত্রলীগের অহংকার, সকলের প্রিয় নেতা, নেতা গড়ার কারিগর, ছাত্ররাজনীতির আইকন, ছাত্রসমাজের নয়নমণি, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান বাংলাদেশ ছাত্রলীগের একজন বলিষ্ট কণ্ঠস্বর। ছোট বেলা থেকেই মুজিবের আদর্শ ন্যায় নীতি দেশ প্রেম দেখে তিনি মুগদ্ধ। মুজিবের আদর্শে অনুপ্রানীত হয়ে সে ছাত্রলীগে রাজনীতিতে অংশগ্রহন করেছেন। দেশ ও এই সমাজের জন্য ভালো কিছু করার মানসিকতায় তার রাজনীতি পথ চলা। সরদার মশিয়ার রহমান বাস্তবে একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তি কাজের প্রাধান্যে তার নিকট বেশি। তিনি বেশি কথা মিথ্যাকথা অন্যায়-অত্যাচার জুলুমবাজদের ঘৃনা করেন। সমাজের গরীব-দুঃখী, বড়-ছোট সবার সঙ্গে তার সু সম্পর্ক । সরদার মশিয়ার রহমান রাজনীতির অঙ্গনে যোগ দেওয়ার পর থেকে তালা উপজেলা ছাত্রলীগ সু সংগঠিত করেছে। দলীয় মিছিল মিটিং আন্দোলন সভা সেমিনারে সবসময় নিজেকে ব্যস্ত রাখেন। দলীয় কাজে তার এতটুকু অনীহা নেই। দলীয় কর্মকান্ড মেধা ও শ্রমের বিনিময়ে আজ তিনি বাংলাদেশ ছাত্রলীগের তালা উপজেলা শাখার আহবয়ক থেকে দলীয় নেতা কর্মীদের ভালবাসায় জনগণের দোয়ার কারণেই সভাপতির পদে পদোন্নতি পেয়েছেন। এতবড় পদবী ও সম্ভান্ত ঘরের সন্তান হয়েও তার ভিতর এতটুকু অহংকার মনোভাব খুজে পাওয়া যায় না। তিনি সবার সাথে মিশতে পারেন। অমায়ীক ব্যবহার ও বিভিন্ন গুনাবলীল তার ভিতর খুজে পাওয়া যায়। রাজনীতির অঙ্গনে কর্ম দক্ষতার কারনে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভপতির দায়িক্ত পান। অবৈধ টাকা বা কালো টাকা কে তিনি ঘৃনা করেন। নিজের ব্যবসার (আয়ের টাকা) খরচ করে তিনি রাজনৈতিক সভা সমাবেশ করেন। সরদার মশিয়ার রহমান মানুষ হিসাবে যে রকম সহজ সরল ঠিক সে রকম কঠিন হৃদয়ের ব্যক্তি। কঠিনতার পরীক্ষা দেন তিনি সমাজের সন্ত্রাসী দেশদ্রোহী রাজাকার ও অন্যায় কারীদের রুখার জন্য। বাংলাদেশ ছাত্রলীগ তালা উপজেলা শাখা সরদার মশিয়ার রহমান ভাইকে উপজেলা পরিষদের ভাইস চেয়রম্যান হিসাবে দেখতে চাই...........!




আপনি........................................................?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.