![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাধারন দরিদ্র পরিবারের কর্মজীবি ছেলে। আমি সবসময় চেষ্টা করি আমার মত দরিদ্রের পাশে থাকতে। তবে সামর্থ্য ও সময়ের জন্য হয়ে উঠে না
বাংলাতে একটা প্রবাদ আছে, যায় দিন ভালো আসে দিন খারাপ। তেমনি বিগত শাসনআমল গূলো ভালই কেটেছিল বর্তমান থেকে। এরশাদের আমলে একজন নূর হোসেন মরেছিল তাই তাকে স্বৈরাচার উপাধিতে ভূষিত করে তার পতান ঘটানো হয়েছিল। তবে তার উন্নয়নও কম নয়। তার উন্নয়নের জন্য সে পল্লীবন্ধু নামে পরিচিত হয়ে উঠেছিল। সবুজ শ্যামলা বনায়ন, নদীর পাশে বেড়ীবাধ নির্মাণ, বিভিন্ন রাস্তা ঘাট তৈরীতে সে গুরুত্বপূর্ন ভুমিকা রেখেছে। কিন্তু তার পতনের পর বিএনপির শুরু। মানুষ যে আশা নিয়ে এরশাদকে না বলেছে সেই আশাকি পূরন হয়েছিল। না হয়নি,হয়নি বলেই মানুষ আবার আওয়ামীলিগের সাথে একাত্তাবাদ জানিয়েছিল। সুতরাং যেদিন যায় সেদিন পাওয়া সম্ভব না। এখন বর্তমান প্রেক্ষাপটে আসা যাক, বর্তমানে আওয়ামিলীগ যতটা না উন্নয়ন করছে তার বেশি বিএনপি নিধন করছে। বিএনপি নেতাদের হত্যা,গুম-খুন, নির্যাতন মামলা দিয়ে হয়রানি করছে। তেমনি বিএনপি হরতাল-অবরোধের মত কর্মসূচি দিয়ে, গাড়িতে বোমা মেরে মানুষ তথা পুরো সমাজকে ধ্বংস করছে। আওয়ীমিলিগের নির্যাতন ক্ষোভ আকারে মনে ধারন করছে। মানুষ যদি মনে করে এ থেকে রেহাই পেতে বিএনপিকে ক্ষমতায় দরকার,তাহলে এটা হবে চরম ভূল। ভবিষ্যৎ হবে খুব ভয়ংকর
২| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩০
আর জে নিশা বলেছেন: চামাড়ের কাজ হচ্ছে চামড়া ছিলে ফেলা, যে ক্ষমতায় যায় সে চামাড়ের ভুমিকাটি অত্যন্ত নিপূনভাবে করে । কিছুই বলার নেই আমরা অসহায় জীম্মি নাগরিক ।
৩| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৭
সুমন আলী রাসেল বলেছেন: কিছু বলার নেই। মুখ বুজে সহ্য করুন, না হয় রাজাকার বানিয়ে দবে।।
৪| ১৪ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
mddinislam বলেছেন: জিম্মিদশা থেকে বের হওয়ার পথ কেউ হয়তো একদিন অবশ্যই দেখাবে আমরা তার অপেক্ষায় এবং সেই আশাতেই আছি।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৭
mddinislam বলেছেন: হবে না তখন কোন উন্নয়ন,
হবে কেবলই আওয়ামি নিধন