![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মীর এমদাদ আল মাহমুদ
১। জ্ঞানবান লোকেরা কথা অনেক কম বলে। অতি প্রয়োজন হলেই কথা বলে।
২। অন্যের কথা খুব মনযোগ দিয়ে শ্রবন করে এবং কথা শেষ করতে দেয়।
৩। কথার উত্তর দেয় চিন্তাশীলতার সাথে, প্রশ্নকারী সমাধান খুজে পায়।
৪। তারা কাউকে কটাক্ষ করে না। তাদের কথা উদ্দেশ্য প্রনোদিত হয় না।
৫। যখন কারো কোন কথা বা কাজের সমালোচনা করে সেটা হয় গঠনমূলক।
৬। কথা, বক্তৃতা, লেখনীর মাধ্যমে তারা ব্যক্তি আক্রমন থেকে বিরত থাকার চেষ্টা করে।
৭। তারা কম আহার করে। তারা কখনো উদর পূর্ণ করে আহার করে না।
৮। তারা অনর্থক, বাজে, বেহুদা কথা বলা হতে বিরত থাকে।
৯। তারা অন্যের সমালোচনার চেয়ে নিজ আত্মসমালোচনা করে বেশী।
১০। ভাগ্যহত আদম সন্তানদের জন্য তার হাত প্রসারিত থাকে।
১১। মানুষের কষ্টে তার চোখ দিয়ে অশ্রু বিগলিত হয়। হৃদয় মন কাদে।
১২। তারা মানুষকে ধর্ম বিশ্বাসের ভিত্তিতে দেখে না। দেখে মানুষ হিসাবে।
১৩। তারা বিলাসী হয় না। মিতব্যয়ী হয়।
১৪। তারা অলস হয় না। তবে টাকা উপার্জনেও আবার মরিয়া হয় না।
১৫। তারা কখনো কারো ধর্ম বিশ্বাসে আঘাত করে না।
১৬। তারা অন্যের সম্পদ ভক্ষন করে না।
১৭। তারা লোভ, হিংসা, অহংকার, ঘৃণা, বিদ্বেস ইত্যাদি রোগ প্রশ্রয় দেয় না।
১৮। তাদের চিন্তা দর্শন মানুষের মধ্যে প্রভাব সৃষ্টি করে।
১৯। তারা অধ্যয়ন করে। চিন্তা করে। কিছু নিয়ে ভাবে। সময় নষ্ট করে না।
২০। তারা দ্রুত কথা বলে না। ধীরে ধীরে কথা বলে।
২১। তারা রাস্তায়, হাট-বাজারে, মাঠে ময়দানে ঘুরাঘুরি করে না।
২২। তাদের মধ্যে দেশ প্রেম থাকে, প্রকৃতি প্রেম থাকে। মানব প্রেম থাকে।
২৩। তারা কিছু একটা লিখে।
২৪। তারা উত্তেজিত হয় না। আক্রান্ত না হওয়া পর্যন্ত তারা কাউকে আঘাত করে না।
২৫। তারা ধৈযশীল হয়।
২৬। তারা অনেক ভেবে চিন্তে কথা বলে। কিছু বলার পর চিন্তা করে না।
২৭। তাদের গলার স্বর উচ্চ হয় না। কর্কশ হয় না। আস্তে কথা বলে ।
এগুলো একান্তই আমার নিজস্ব চিন্তা চেতণা থেকে উদ্ধুত তাই সকল বিষয়ে আমার সঙ্গে একমত পোষন করা জরুরী নয়। আপনি চাইলে আপনার প্রজ্ঞার আলোকে উপরোল্লিখিত যে কোন বিষয়ে দ্বিমত পোষন করতে পারেন সেই অধিকার আপনার আছে। আর জ্ঞানবান লোকদের আরও অনেক বেশিষ্ট আছে। একটি মাত্র আর্টিক্যালে সব তুলে ধরা সম্ভব নয়। আর উল্লিখিত গুনাবলী থেকে কিছু কম থাকলে জ্ঞানবান হবে না এমনটিও নয়। আমি আসলে বুঝাতে চেয়েছি জ্ঞানবানদের মধ্যে এই সমস্ত গুনাবলী থাকে। এই ব্লগের সকল ব্লগারের কল্যান কামনায় আজকের আর্টিক্যাল এখানেই শেষ করছি। আর্টিক্যালটি উৎস্বর্গ করছি আমার পিতা মাতা সহ দুনিয়ার সকল মৃত মুসলিম নর-নারীর আত্মার মাগফেরাতের জন্য।
১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৫
সৈয়দ এমদাদ মাহমুদ বলেছেন:
ধন্যবাদ
২| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১২:০৩
ডঃ এম এ আলী বলেছেন:
ভাল লিখেছেন ।
১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৫
সৈয়দ এমদাদ মাহমুদ বলেছেন:
ধন্যবাদ
৩| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২৯
চাঁদগাজী বলেছেন:
জ্ঞানবান লোকেরা ব্লগিং করেন?
১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১:০০
সৈয়দ এমদাদ মাহমুদ বলেছেন: ব্লগিং করেন
৪| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ২:০৫
নেওয়াজ আলি বলেছেন: সবটি ভালো
১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৩:০৩
সৈয়দ এমদাদ মাহমুদ বলেছেন: ধন্যবাদ
৫| ১৩ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:২৯
চাঁদগাজী বলেছেন:
আপনি জ্ঞানবান?
১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৪
সৈয়দ এমদাদ মাহমুদ বলেছেন: সম্ভবত না।
৬| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: আমি মনে হয় জ্ঞানী না।
১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৯
সৈয়দ এমদাদ মাহমুদ বলেছেন: জ্ঞানীরা কখনো বলে না আমি জ্ঞানী। তবে আমার মনে হয় আপনি জ্ঞানী।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৮
ব্লগার_প্রান্ত বলেছেন: 18টি কমন পড়েছে