![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মীর এমদাদ আল মাহমুদ
সংকীর্ণ স্বপ্ন চাদর
বিক্ষিপ্ত চিন্তা রাজ্যে আমার আত্মার বিচরণ হয় রজনী গভীরে
কিংবা ধরনীকে আলোকিত করা প্রতিদিনের সোনালী সূর্য
উদিত হয় যখন পূর্ব দিগন্তে তখনো বিক্ষিপ্ত রাজ্যে তার বসবাস।
কর্ম পরিকল্পনাগুলো হয় এমনি দূর্বল, স্বপ্ন যেখানে খাদ্যের মত
মুহুর্তের মধ্যে যেগুলো গিলে খায় কোন এক প্রানী এসে।
জীবনের আশা অকাংখাগুলো হয় নিছক বেচে থাকার তাগিদে
দুইটি সন্তান, একটি সুন্দরি নারী,কিছু পয়সা রোজগার ভাবনায়।
প্রকৃতি যখন মধ্যরাতে নিরব নিস্তব্দ একটি পরিবেশ সৃষ্টি করে চলে
কাংখিত এই ক্ষুদ্র স্বপ্নগুলো তখনও ফিরে আসে নিলর্জভাবে
যেখানে থাকে স্বার্থপরতা অভিমান, এমন আরও অনেক কিছু।
অথচ আমি বেচে হীন প্রবৃত্তি ও অহমিকা নিয়ে একটি মৃত লাশ
সেটা হয়ত বুঝতে শিখেনি, কখনো জানতেও চাইনি, কেন ?
প্রকৃতির আর্তনাদ আমার কর্ণকুহর বা হৃদয় স্পর্শ করে না তাই
আমার সত্বাকে আমি মুক্ত ভাবতে শিখেছি বারবার।
জীবনের লক্ষ্য নির্ধারনেও সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে বহুবার
স্বপ্নগুলো তাই ইদুরের গর্তে রাখার মত নগন্য ও বিক্ষিপ্ত হয়ে গেছে।
সময়: ৩:২০ এ.এম ৪/২৮/২০২০
২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১১
সৈয়দ এমদাদ মাহমুদ বলেছেন: Thanks
২| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫৩
নেওয়াজ আলি বলেছেন: কমনীয় ভাবনা
২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩২
সৈয়দ এমদাদ মাহমুদ বলেছেন: Thanks
৩| ২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:২৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: Thanks
পোষ্টের সাথে সামঞ্জস্য আছে এরকম একটা ছবি দিলে ভালোই লাগবে।
২১ শে জুন, ২০২০ রাত ৩:৩৪
সৈয়দ এমদাদ মাহমুদ বলেছেন: i will try next time
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: চমতকার কবিতা।
ভাষা সুন্দর। প্রানবন্ত।