![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মীর এমদাদ আল মাহমুদ
বহু দিন পর আসলাম। সকল বøগার ভাইকে আন্তরিক শুভেচ্ছা। সংক্ষেপে বলছি কারণ এ বিষয়ে বড় আর্টিক্যাল লিখে আপনাদের সময় নষ্ট করব না। ফখরুল ইসলাম আলমগীরের মূল বক্তব্য থেকে আমরা জানতে পেরেছিলাম যে, সমাবেশ করবে শান্তিপূর্ণও তারা সমাবেশ থেকে শুধু পরবর্তি কমসূচি ঘোষনা দিবে, অবশ্য এখনো পর্যন্ত এটাই বিএনপির মূল ভাষ্য। কিন্তু বিএনপির ভিতরেই দেখা গিয়েছে আবার পরস্পর বিপড়ীত বক্তব্য। বিভিন্ন ছোট খাট সমাবেশে বিভিন্ন নেতার এমন কতিপয় ভাষন যেখানে বলা হয়েছে ১০ ই ডিসেম্বর হবে সরকার পতনের দিন এই ধরনের আরও অনেক বক্তব্য। অথচ বিএনপির মূল ভাষ্য কিন্তু এটা ছিল না। ফলরুল ইসলাম আলমগীরের উচিৎ ছিল একটি জোরালো ভাষনের মাধ্যমে সরকার পতন বা ডেডলাইন ইত্যাদি তাদের ভাষ্য নয় এবং এ বিষয়ে যেন সরকার কোন ভাবে বিভ্রান্ত না হয় বিষয়টি ক্লিয়ার করা। দ্বিতীয় ভুল হল তিন দিন পূর্বে পল্টনে কর্মীদের আনাগোনা। যেহেতু ১০ ই ডিসেম্বর সমাবেশ ঘোষিত তাই পূর্বেই নেতা কর্মী ডেকে আনার প্রয়োজন ছিল বলে মনে হয় না কারণ এখন ইন্টারনেট লাইভ, হোয়াটএ্যাপস, মেইল ইত্যাদি ব্যবহার করে নেতা কর্মীদের সকল নিউজ তারা দিতে পারত। এতে করে পল্টনের সংঘাত এড়ানো যেত বলে আমি মনে করি। আমি সঠিক নাকি ভুল জানি না কারণ নিজের দোষ বা ভুল দেখা যায় না। আমি ভুল বললে সেটা আপনারা কমেন্ট করবেন। আর এ বিষয়ে আমার সঙ্গে আপনাদের একমত পোষন করতে হবে ইহা জরুরী নয়। আমি কোন রাজনীতি করিনা, এই ভুল আওয়ামীলীগ করলেও আমি ইহা বলতাম। আমি কোন দল বা ব্যক্তির উপর অন্তরে বিদ্বেষ লালন করে চলি না এটা আমার অন্তরকে ভাড়ি করে দেয়, এগুলোকে মন ও মস্তিস্কের জন্য এক ধরনের বোঝা মনে হয়। যাই বলেছি নিরপেক্ষ্য দৃষ্টিকোন থেকে দেশ প্রেমে উজ্জীবিত হয়ে। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। ধন্যবাদ।
২| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৫৮
হাসান কালবৈশাখী বলেছেন:
২০-২৫ টা পুলিশের ভয়ে সব লেজ গুটিয়ে পালালো। মামলার ভয়ে?
ভারাটে মিডিয়া। টাকা দিয়ে লোক এনে খিচুড়ি খাইয়ে আন্দোলন হয় না।
সরকারকে কিছুই করতে হয় নি, কারফিউ দেয় নি, লোক চলাচল নিষিদ্ধ করে নি, আলোচিত বিএনপির অফিসের রাস্তা ইতিমধ্যেই খুলে দেয়া হয়েছে ঢাবিতে হাজার হাজার ছাত্র ছাত্রী দলবেঁধে খেলা দেখছে। কেউ বাধা দিচ্ছে না।
এখন বলেন বিএনপির জনসমর্থন কতটুকু আছে?
৩| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ৩:০৮
সোনাগাজী বলেছেন:
সরকার মোটামুটি কলোনিয়েল যুগে নিয়ে গেছে জাতিকে; কিন্তু মিলিটারী সন্তান বিএনপি-জামাত-জাপা এই সমস্যার সমাধান নয়।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: আসলে আওয়ামীলীগ বিএনপির আন্দোলন কে ভয় পাচ্ছে।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২১
রুদ্র পাঠক বলেছেন: সরকার এতটা কড়া একশ্যান এ না গেলেও পারতো।
এর অর্থ হচ্ছে সরকার এই আন্দোলন ভয় পাচ্ছে। পুলিশ, প্রশাসন ব্যবহার করে সমাবেশ বাঞ্চালের চেষ্টা চালাচ্ছে।
৬| ০৯ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২১
রুদ্র পাঠক বলেছেন: সরকার এতটা কড়া একশ্যান এ না গেলেও পারতো।
এর অর্থ হচ্ছে সরকার এই আন্দোলন ভয় পাচ্ছে। পুলিশ, প্রশাসন ব্যবহার করে সমাবেশ বাঞ্চালের চেষ্টা চালাচ্ছে।
৭| ০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৫
নূর আলম হিরণ বলেছেন: বিএনপি নেতা-নেত্রীদের মধ্যে কথার সমন্বয় নেই এরা কোন কথা বলার আগে সম্ভবত নিজেদের সাথে কেউ আলাপ-আলোচনা করেনা।
৮| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৯
নেওয়াজ আলি বলেছেন: বিএনপি তার প্রতিপক্ষের সুন্দর কথা বিশ্বাস করে রাতে ঘুম দিয়ে ভুল করেছে।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার বক্তব্য ঠিক আছে।
কিন্তু, বিএনপি'র উপর পুলিশি একশন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না?