![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মীর এমদাদ আল মাহমুদ
কাতারে অনুষ্টিত ফিফা ২০২২ ফুটবলে
আমার মনে হয় এবারও ফ্রান্স কাপ নিয়ে যাবে
আপনারা কি মনে করেন ?
২| ১৪ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৪:০৩
জগতারন বলেছেন:
আমার মনে হয় এবারও ফ্রান্স কাপ নিয়ে যাবে
X X X X X X
আপনার এ কথা ধুলায় মিশান থাক
যে ধুলা পা'য়ের নীচেই থাকে।
১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:৩০
সৈয়দ এমদাদ মাহমুদ বলেছেন: ফ্রান্স কাপ নিক এটা আমি এখনো চাইনা, এটা আমার আইডিয়া মাত্র, এতো কঠিন হয়ে যান কেন, সফ্ট থাকুন এটা কল্যাণ,
৩| ১৪ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৪৩
বিটপি বলেছেন: আমি চাই গত বিশ বছর ধরে বিশ্বকাপে চলতে থাকা ইউরোপীয় আধিপত্য বিনাশ হোক। মরক্কো চ্যাম্পিয়ন হলেও আমি খুশী। ফ্রান্স আমার খুবই প্রিয় ফুটবল দল - কিন্তু আমি কোনভাবেই চাইনা যে ফ্রান্স চ্যাম্পিয়ন হোক। কিন্তু এই বছরটা আমার জন্য কুফা। যা চাইনা - তাই হয়। তাই আমি এক প্রকার নিশ্চিত যে ফ্রান্সই চ্যাম্পিয়ন হবে।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১৫
রাজীব নুর বলেছেন: কাপ নিবে আর্জেন্টিনা।
১৮ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫৫
সৈয়দ এমদাদ মাহমুদ বলেছেন: আমিও চাই
৫| ১৪ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৮
রানার ব্লগ বলেছেন: আগে মরক্ক কে সামলে আসুক। কাপ তো আর্জেন্টিনা নেবে।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৩৭
ফুয়াদের বাপ বলেছেন: আমার প্রত্যাশা এবার মরক্কো বিশ্বকাপ জিতুক। কাজটা খুবই কঠিন অসম্ভ্যব নয়। ছন্দময় সুন্দর খেলা সাথে ভাগ্য সহায় হলে সম্ভ্যব। প্রথম বাধা আজ সেমিফাইনালে বিশ্বকাপ জয়ী ফর্মে থাকা ফ্রান্স। এ বাঁধা অতিক্রম করে ফাইনালে পাবে একাধিকবার বিশ্বকাপ জয়ী এবং বর্তমানে ফর্মের তুঙ্গে থাকা আর্জেন্টিনা।
ফাইনালে আর্জেন্টিনা vs ফ্রান্স হলে বলা মুশকিল কে জিতবে। তবে আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো। আর্জেন্টিনা জিতার সম্ভ্যাবনা ৬০% ও ফ্রান্স জিতার সম্ভ্যাবনা ৪০%।
৭| ১৪ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:১৪
নেওয়াজ আলি বলেছেন: আমারও মনে হয় তাই। এমবাপ্পের খেলা ভালো লাগে।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০২২ রাত ৩:৩০
নূর আলম হিরণ বলেছেন: সম্ভবনা আছে তবে একেবারে সহজে নিতে পারবে না। বাকি দল(মরক্কো, আর্জেন্টিনা) গুলোর বাধা পেরোনো কঠিনই হবে। ওদের দুই স্টার প্লেয়ার নেই(বেঞ্জেমান ও পগবা)। ওরা থাকলে আরো সহজ হতো চ্যাম্পিয়ন হওয়া।