![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন্মমৃত পদগুলো অহক্ষন স্পেকটার মত শুষসে নিরেট পাথুরে চিত্তের লোহিত উদক
আজ কাল পরশু;
দেখি তোমা তরশু;
দেখা হল গত যে;
মনে ব্যথা কত যে,
সামনের সোমবার;
দেখা পাব কি তোমার?
পরে এসো নীল পাড়;
কণ্ঠের রঙা হার;
হাতে চুড়ি তিনটা;
চুলে ক্যাটামিন্টটা;
আলতার পরশে;
পায়ে মেখে হরষে;
মেহেদির রাঙা নখ;
কাজলে কাল চোখ;
মেঘোনীল বেশবাস;
কদমের ঘ্রাণ শ্বাস,
মেঘেদের কোলাহল;
বজ্রের ডামাডোল;
বরষন রিমঝিম;
শিহরন সীমাহীন,
হুট হাট বৃষ্টি;
অপলক দৃষ্টি,
ছাটে ভেজা শারিটা;
লজ্জার নারীটা;
ঘোমটায় কেশ বাস;
বাতাসের হাহুতাশ,
রমণীও বরনে;
বারী তব চরণে;
কুন্তল লোচনে;
পরে সে যে গোপনে,
বিনা পড়ে সুখ বান;
বেজে যায় নিশি তান,
প্রিয় মোর এসো তবে;
বর্ষার এ বৈভবে।
©somewhere in net ltd.