![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন্মমৃত পদগুলো অহক্ষন স্পেকটার মত শুষসে নিরেট পাথুরে চিত্তের লোহিত উদক
গল্পের শুরুটা ঠিক মত হলও না,
ক্যারেক্টারগুলো ও কথামত চলে না ।
আমি যাই বলি; তারা তা বলে না,
কলমের কালিগুলো কাগজও দলে না ।।
নায়কের মন ভাল প্রেমে চয় সঙ্গ,
নায়িকার সাজ নাই মন বিহঙ্গ ।
নায়ক গায় কাব্য পড়ে নীতি বাক্য,
নায়িকার কেশ তাই ধবধবে পক্ব ।।
নায়কের সখা সব ঘুমে নাচে তা থৈ,
নায়িকার সখি তাই রব তোলে মা ভৈ: ।
উল্লাসে চিৎকার গল্পের হাহাকার,
ভিলেনের বন্ধু কহে ওঠে একসার ।।
গল্পের লেখক অধৈর্য শেষে হয়ে তাই,
কালী ও কাগজেরে কয় মোরা তবে যাই ।
লিখাটার সার শুধু অমিলের যুদ্ধ,
হয়ে গেল গল্পটা গৌতম বুদ্ধ ।।
©somewhere in net ltd.