![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন্মমৃত পদগুলো অহক্ষন স্পেকটার মত শুষসে নিরেট পাথুরে চিত্তের লোহিত উদক
রাতের আধারে প্রিয় অয়ই স্বপ্নময়ী এসো,
আমার প্রাণের মাঝে চুপটি করে পা দুলিয়ে বস,
না হয় আজ আমায় কিছুটা অল্পই ভালবেসো,
ভোরের আলো ফোটার আগে নিভৃতেতে এসো,
আকাশের সব তারাগুলো সাথে নিয়ে এসো,
ওরা নাহয় রবে একা তোমার পথে চেয়ে,
রাত ফুরলেই যাবে চলে আকাশ পানে ধেয়ে
বিরহী ওই শুক-তরকা হিংসা করবে চেয়ে,
চাঁদের আলো পরবে চুয়ে তোমার শরম নেয়ে,
জোছনা জ্বলা মেঘের ভেলায় উড়বে তুমি আজ,
পরবে গলে কালপুরুষ বাসর রঙিন সাজ।
©somewhere in net ltd.