![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন্মমৃত পদগুলো অহক্ষন স্পেকটার মত শুষসে নিরেট পাথুরে চিত্তের লোহিত উদক
ঈষদুষ্ণ কবোষ্ণ মনের যত বিমনা হাতিয়ার
রেখে দিয়ে জমা তোমার নীলকন্ঠার থামে,
আজ আমি নিঃস্ব হবো যুগল ভুরুর চপল ঘায়,
গৃহ সন্নাসে অবলিলায় মাতম হবে মরুর যতো,
তবু বিদ্রোহ আর পুথির দিব্বি সংগোপনে;
জেনে রাখা ভালো
প্রেম আর লোডশেডিং দুই এক;
হৃদয়বোধ্য দশক আর
দৈব বাণীই মৌলিক কবিতা,
এছাড়া সব এবড়ো খেবড়ো,
নিড়ানি বিহিন, অবৈধ।
একা হয়ে যাওয়া স্বপ্ন মানুষ
আর অশ্বারোহী দুই জানে খুবলে খেতে,
তবু চর্বীত চর্বন মিমাংসা গুলো ছিন্নভিন্ন; আমুল।
তবু যদি বাসোই তবে কবিতায় ভুল বিপদ হবে,
হবে কানাকানি বিষদ লাস্যে,
রুদ্র বিদায় অচল হবে সীমাহীন যোগ্যতায়, ভীরুতায়।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১১
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অসাধারণ।।শুভকামনা।।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।