![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে সেরা হিসেবে উপস্থাপন করার প্রবনতা আমাদের মাঝে খুবই তীব্র।যদিও আমাদের কাজ-কর্ম বা আচার-আচরন কোনো রকম প্রশংসার দাবীদার নয়।আবার একসময় আমরা ভাবতে শুরুকরি আমার সম্পন্ন করা কাজই ছিল একমাত্র প্রশংসনীয়।অতীত সফলতা কে নাক ছিটকিয়ে ভাবি আমার আগে পরে আর কেউ সম্ভাব্য গন্তব্যে পৌছাবে না।আমাদের খুব ভালো লাগে কৃতিত্ব নিতে কিন্তু কৃতিত্বের জন্য যে ডেডিকেশান প্রয়োজন তাতে আমরা অজুহাত দেখিয়ে ইনিয়ে বিনিয়ে পাশ কাটানোর চেষ্টা করি।কাজের সময় ভুলে যাই স্বীকৃতি নেওয়া যায় কাজে অজুহাতে নয়।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:১৩
এম দিদার হোসাইন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:০৮
নতুন বলেছেন: যার মেধা আছে এবং ভালোমানুষ ভালো কাজ করে তাকে একসময় মানুষ ঠিকই চেনে এবং সম্মান করে....

তারা সাধাসিধা থাকে... তাদের অহংকার থাকেনা। যার মেধা আছে এবং ভালোমানুষ ভালো কাজ করে তাকে একসময় মানুষ ঠিকই চেনে এবং সম্মান করে....
তারা সাধাসিধা থাকে... তাদের অহংকার থাকেনা।
যাদের জ্ঞান নেই কিন্তু টাকা পয়সা আছে বা উপরের পদে থাকে তারাই নিজেকে চেনানোর জন্য অনেক চেস্টা করে... নিজেকে এরা অনেক বড় ভাবে...