![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মর্তলোকের এক মানব আমি,চাই জানিতে নতুন কিছু।তাই জ্ঞানিজনের পেলে খোঁজ,ছুটি আমি তাদের পিছু।
একটি কবিতা
.
সাগর ঘুরিয়া পাহাড় চিরিয়া
ঘুরিয়া অরণ্যবন
খুজিয়াছি আমি এমন একজন
বুঝিবে যে মোর মন॥
.
খুঁজিয়াছি আমি বিকেলবেলা
আকাশের নীলিমাতে
খুঁজিয়াছি আমি জোস্না রাতে
তারাদের মেলাতে॥
.
খুঁজিয়াছি আমি লাখ জনতা
কোটি মানুষের ভিড়ে
খুঁজিয়াছি আমি নীরব নিঝুম
নিস্তব্ধ নীড়ে॥
.
কোথাও আমি পাইনি খুঁজিয়া
প্রত্যশী সে জন
অবশেষে ঘুরে ফিরিয়াছি
নিয়ে ভারাক্রান্ত মন॥
.
কেউ কি আছো বুঝার ওহে
আমার মনের কথা
দূর করিতে পারবে আমার
জমে থাকা সব ব্যথা॥
_____ইতি_____
___ওমর ইউশা___
২| ২০ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৯
জোবায়ের হোসাইন জামীল বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয়।
চলিত ভাষাতেই লেখি
একটু সাধ জেগেছে তাই আর কি সাধু সেজেছি...
৩| ২০ শে জুন, ২০১৭ দুপুর ১২:১০
মোস্তফা সোহেল বলেছেন: প্রত্যাশিত জনকে খুজে পান সে কামনায় করি।
৪| ২০ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৫
জোবায়ের হোসাইন জামীল বলেছেন: আমিন
ধন্যবাদ ভাইয়া
৫| ২০ শে জুন, ২০১৭ দুপুর ১:৩৫
অতৃপ্তনয়ন বলেছেন: সুন্দর কবিতা
৬| ২০ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৩
বিজন রয় বলেছেন: দারুন ছন্দের কবিতা!
সাধুভাষায় লেখা যেজন্য পড়তে ভাল লেগেছে।
কিপ ইট আপ।
৭| ২০ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫১
জোবায়ের হোসাইন জামীল বলেছেন: ধন্যবাদ আপনাকে অতৃপ্তনয়ন নাম ধারণ কারি
দোয়া করি প্রভু আপনার নয়নে তৃপ্ততার ভরে দিন।
৮| ২০ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৩
জোবায়ের হোসাইন জামীল বলেছেন: অসংখ্য ধন্যবাদ বিজন রয় আপনাকে
৯| ২০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: মনের মানুষ খুজে পেলে জানাতে ভুলবেন না। সুন্দর।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আরো খুঁজেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন
সুন্দর হয়েছে
চলিত ভাষায় লিখলে আরো ভাল হতো