![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মর্তলোকের এক মানব আমি,চাই জানিতে নতুন কিছু।তাই জ্ঞানিজনের পেলে খোঁজ,ছুটি আমি তাদের পিছু।
(ঈদ শেষ পর্ব)
.
যখন ঈদের দিন অন্যের ঘরে বাহারি খাবারের আয়োজন দেখে অন্যর পরনে রঙ বেরঙের পোশাক
দেখে,গরিব বাবার অবুঝ সন্তানটিও বাবার কাছে এসে বাহারি খাবার আর বাহারি পোশাকের আবদার করে বসে তখন অসহায় বাবা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা আমরা গরিব মানুষ আমরা এসব পাব কোথায়?
কিন্তু অবুঝ শিশুটি কি বুঝে আমরা গরিব
সে তো বুঝে অমুকের বাবা তাকে কিনে দিয়েছে তুমি আমার বাবা তুমি কেন দিবেনা
তাই আজ এই ঈদ উপলক্ষে আমাদের সবার অঙ্গিকার হোক এবার ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিব
প্রিয় ভাইয়েরা আমরা যারা বিত্তবান সম্পদশালী আমরা যদি চাই দু চার জন অসহায়ের মুখে হাসি ফুটাব তাহলে এটা আমাদের জন্য তেমন কঠিন হবেনা
শুধু একটু মানসিক ভাবে প্রস্তুত হওয়া দরকার
আমাদের কত টাকা কত দিকে চলে যায় এ সময় দান আর অন্য সময়ের দানের মাঝে হাজার ব্যবধান কারণ এখনের দানের কারণে হূদয়ের গহিন থেকে দোয়া আসবে
তাই পরকালের মুক্তির আশায়
এবং প্রভুর সন্তুটির জন্য
আমরা গরিব অসহায়দের ঈদের খুশি ছড়ি দেওয়ার অঙ্গিকারবদ্ধ হই
পরিশেষে সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা
ঈদ মোবার,ঈদ মোবারক
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৯
অচল অধম বলেছেন: না