|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
২০১৩ এর দিকে একাউন্টটা খুলেছিলাম।  দেখতে দেখতে ১০ বছর পার করে ফেললাম।  একাউন্টটাও যদিও ২০১৩ সালে খোলা বাট সামু সহ বাংলা ব্লগে পদচারণা ২০১০ থেকে।  আমার কোন কম্পিউটার না থাকায় ঐ সময়ে একাউন্ট খুলতে পারছিলাম না।  পরে আমার এক বন্ধু আমাকে এই একাউন্ট ওর কম্পিউটার দিয়ে খুলতে সাহায্য করে।  ঐসময় নোকিয়ার সিমবিয়ান ফোনগুলোতে বাংলা সাপোর্ট করতো না ফলে ব্লগ পড়া যেতো না।  নোকিয়ার ফিচার ফোন ব্যবহার করেই ব্লগে আসতাম, এমনকি প্রথম পোস্টটাও আমার NOKIA C2-00 ফিচার ফোনে UC Browser দিয়ে করেছিলাম!   
   
 
  
 
পিসি ছাড়া বাংলা নিয়ে কি একটা সময় গেছে।  এখন তো বাংলা লিখার অনেক বেশী সহজ।  যারা একদম শুরু থেকে ছিলেন তারা হয়তো জানেন বাংলিশ ও ইংরেজির ছড়াছড়ির মাঝে নিজ মাতৃভাষায় লিখা ও মন্তব্য করা অর্থাৎ আলোচনা-সমালোচনার একটি প্ল্যাটফর্ম কি রকম ভালো লাগতো।  সেই ভালো লাগা এখনো আছে।  নানাবিধ ব্যস্ততায় সেভাবে আসতে না পারলেও একটু সময় পেলেই ব্লগে ঢুকি, নিজেকে সমৃদ্ধ করি!   
 
এই করতে করতে ব্লগের সাথে ১৩ বছর হলো, একাউন্ট ১০ বছর! সামনেও ইনশাআল্লাহ আরো সময় কাটবে বাংলা ব্লগের সাথে।  ৫ বছর পূর্তিতে একটা পোস্ট দিয়েছিলাম, সেটা পেরিয়ে কিভাবে যে ১০ বছর হয়ে গেলো!
অনেক ব্লগারদেরকে মিস করি, বিশেষত শোভন এক্স ভাই এবং পাহাড়ের কান্না ভাই   
 
বাংলা ব্লগ আমার কাছে একটা খনির মতো, জ্ঞানের খনি।  অত্যুক্তি হয়ে যেতে পারে বলে কেউ কেউ মনে করতেই পারেন তবে আমার কাছে এটা এইরকমই লাগে।  গুগলে যখনই কোন টপিকে তা সে রিলিজিয়াস, টেক, পলিটিক্স, ট্রাভেল হোক না কেন ব্লগারদের পোস্ট আসেই।  বাংলাকে এভাবে সমৃদ্ধ করার পেছনে যারা কাজ করে যাচ্ছেন ও করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।   এছাড়া ব্লগের সম্মানিত মডারেটর এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্ল্যাটফর্মটিকে এভাবে আবেগ ও যত্ন দিয়ে নিরাপদ ও সচল রাখার জন্য।  
সবার প্রতি ভালোবাসা
 ১৬ টি
    	১৬ টি    	 +৫/-০
    	+৫/-০  ১০ ই মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৩
১০ ই মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৩
রসায়ন বলেছেন: ধন্যবাদ।
২|  ১০ ই মার্চ, ২০২৩  দুপুর ১২:১৫
১০ ই মার্চ, ২০২৩  দুপুর ১২:১৫
শহুরে আগন্তুক বলেছেন: অভিনন্দন!
  ১০ ই মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৩
১০ ই মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৩
রসায়ন বলেছেন: ধন্যবাদ।
৩|  ১০ ই মার্চ, ২০২৩  দুপুর ১২:৫৬
১০ ই মার্চ, ২০২৩  দুপুর ১২:৫৬
সোনাগাজী বলেছেন: 
অভিনন্দন।
কোন কোন বিষয়ের উপর আপনার ভালো দখল আছে, কিসের উপর লিখতে পছন্দ করেন। যাদেরকে মিস করেন, তারা কি কারণে নেই?
  ১০ ই মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৪
১০ ই মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৪
রসায়ন বলেছেন: ধন্যবাদ।   আমার রিলিজিয়ন ও টেকনোলজি ভালো লাগে।   
যাদের মিস করছি তাদের সাথে কোন যোগাযোগ নাই।
৪|  ১০ ই মার্চ, ২০২৩  দুপুর ২:৫৬
১০ ই মার্চ, ২০২৩  দুপুর ২:৫৬
শেরজা তপন বলেছেন: আপনাকে অভিনন্দন। শুভকামনা রইল ব্লগের সাথে থাকুন ভালো থাকুন।
  ১০ ই মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৪
১০ ই মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৪
রসায়ন বলেছেন: ধন্যবাদ।
৫|  ১০ ই মার্চ, ২০২৩  বিকাল ৩:০১
১০ ই মার্চ, ২০২৩  বিকাল ৩:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন। মাঝখানে আপনি অনিয়মিত হয়ে পড়েছেন।
  ১০ ই মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৪
১০ ই মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৪
রসায়ন বলেছেন: নিয়মিত থাকার চেষ্টা করবো। ধন্যবাদ ভাই।
৬|  ১০ ই মার্চ, ২০২৩  রাত ১০:০৩
১০ ই মার্চ, ২০২৩  রাত ১০:০৩
জুল ভার্ন বলেছেন: আপনি যখন ব্লগে এসেছিলেন তখন আমি ব্লগ ছেড়ে ছিলাম..... ব্লগার পাহাড়ের কান্না ভালো লিখতেন। পাহাড়ের কান্না কে আমরা পাকা সম্বোধন করতাম।
আপনার জন্য শুভ কামনা।
  ১৩ ই মার্চ, ২০২৩  সকাল ১০:০৩
১৩ ই মার্চ, ২০২৩  সকাল ১০:০৩
রসায়ন বলেছেন: ধন্যবাদ ভাই।
৭|  ১৩ ই মার্চ, ২০২৩  রাত ২:০১
১৩ ই মার্চ, ২০২৩  রাত ২:০১
রাজীব নুর বলেছেন: আপনাকে অভিনন্দন। 
দশ বছর অনেক লম্বা সময়।
  ১৩ ই মার্চ, ২০২৩  সকাল ১০:০৩
১৩ ই মার্চ, ২০২৩  সকাল ১০:০৩
রসায়ন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৮|  ১৪ ই মার্চ, ২০২৩  দুপুর ১:৩৩
১৪ ই মার্চ, ২০২৩  দুপুর ১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন রসায়ন। শুভকামনা আরও সুদীর্ঘ হোক আপনার ব্লগ জীবন। হ্যাপি ব্লগিং ।
৯|  ১৪ ই মার্চ, ২০২৩  দুপুর ১:৪৩
১৪ ই মার্চ, ২০২৩  দুপুর ১:৪৩
অপু তানভীর বলেছেন: দশ বছর ধরে এই ব্লগে আছেন । লম্বা একটা সময় । 
অভিনন্দন আপনাকে !
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০২৩  দুপুর ১২:০৫
১০ ই মার্চ, ২০২৩  দুপুর ১২:০৫
খায়রুল আহসান বলেছেন: আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা!