![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিশাপ
==================== মোঃ খুরশীদ আলম
ঘৃনা ঘৃনা ঘৃনা
ঘৃনা জানাই তারে
অনাথ এতিম অসহায়ের
হকটা যে দেয় মেরে।
চুরি করে ষোল আনা
আদায় যেবা করে,
পিছনে সে ধরা পড়ার
ভয়টা ঠিকই করে।
দিবা রাতি সিদ কেটে যে
সোনার প্রাচীর গড়ে
খোদা তোমার অভিষাপে
তারাই যেন মরে ।
অসহায়ের অশ্রু ফোঁটা
চোরের গলায় বিধুক কাটা
মরন কালে পেটটা ফেটে
শব্দ যেন করে,
সেই শব্দের তোড়ে যেন
আরও দশ চোর মরে।
ঘৃনা ঘৃনা ঘৃনা
ঘৃনা চোরের তরে ।
©somewhere in net ltd.