![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ছুটির দিন । বৃহস্পতিবার বেলা আড়াইটায় বাচ্চাকে নিয়ে একটা কাজে বের হয়েছিলাম। গন্তব্যস্থানে পৌছলাম বিকাল ৫ ঘটিকায়। পোর্ট কলোনী, বন্দর-চট্টগ্রাম হতে প্রায় ৩০ কিলোমিটার শহর ছেড়ে গ্রামে হাটহাজারিতে । গন্তব্যস্থানে পৌছামাত্র বসের ফোন। তুমি এখন কোথায় , সার্কিট হাউজে এস। কি আর করা । চলে এলাম। বাচ্চাসহ । বসের কথায় বাচ্চাকে বাসায় রেখে এসে আবার পৌছলাম সার্কিট হাউজে। রাত ১২ টায় বাসায় ফিরলাম। ভাগ্যিস আল্লাহ পাক দয়া করে একটি বাইক দান করেছিলেন। কেউ অন্যরকম ভাববেননা। সবার আগোতো কর্ম, তাই না? হাজার হলেও এর পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের ঈমানি দায়িত্বের মধ্যে পরে। আলহামদুলিল্লাহ।
©somewhere in net ltd.