![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন ব্লগার যিনি লেখেন, পড়েন, গবেষণা করেন। মন্তব্য প্রদান করেন এবং আনন্তরিকভাবে চান তার লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতীগুলো দূর হয়ে সুন্দর সমাজ বিনির্মান হোক। সে লক্ষ্যে তার জ্ঞান বিবেকবোধ সদা জাগ্রত রাখেন । সমসাময়ীক বিষয়গুলোর প্রতি তীক্ষ্ণ নজর রাখেন। একজন ব্লগারের বেশ কিছু গুণ রয়েছে বা থাকা দরকার । আসুন জেনে নিই সেগুলো কি : -
► অন্যের মতামতকে গুরুত্ব্ দেন।
► তীর্যক মন্তব্য বা খোঁচা মেরে মন্তব্য করা হতে বিরত থাকেন।
► কারো ধর্মীয় স্বাধীনতায় আঘাত করে মত প্রকাশ করেন না।
► গঠনমূলক সমালোচনা করে উদ্বুত সমস্যা সমাধানে ভূমিকা রাখেন ।
► সমসাময়ীক সমস্যাগুলোর তার নজর এড়িয়ে যায় না।
► গতানুগতিক ধারায় তিনি না চলে বরং সমসাময়ীক সমস্যাগুলোর বিষয়ে লেখায় বেশি আগ্রহবোধ করেন।
► যে লেখাটি জনসাধারণের জন্য কল্যানকর হবে বলে তিনি মনে করেন তা তিনি সামাজিক অন্যান্য মাধ্যমে শেয়ার করেন তা অন্যের লেখা হলেও ।
► তার কাছে বড় কথা হলো লেখাটি কল্যানকর কিনা , কে লেখেছে সেটা বড় কথা নয়।
► আত্নপ্রচার নয় বরং সকলের আত্নউন্নয়নই তার লক্ষ্য ।
► ধৈর্য্য একজন ব্লগারের সবচেয়ে দামী গুন। অনেক বড় পোষ্ট তিনি ধৈর্য্য সহকারে পড়েন ।
পরিশেষে বলব তিনি বিশ্বাস করেন “ সকল কর্মের ফলাফল নিয়্যতের উপর নির্ভর করে । ”
৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
মোঃ খুরশীদ আলম বলেছেন: ধন্যবাদ, আপনিও খুব ভাল মন্তব্য করেছেন।
২| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগার আল্লাহতে বিশ্বাস করে । আস্তিক ।
৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১১
মোঃ খুরশীদ আলম বলেছেন: আস্তিক, নাস্তিক যে কেউ ব্লগার হতে পারে। সবাই সবার মত প্রচার করবে, স্বাভাবিক। তবে তা যেন কারো বিশ্বাসের মূলে আঘাত করে না হয়। সুন্দর আলোচনা হলেইতো সমস্যার সমাধান বের হয়। ধন্যবাদ স্যার সেলিম আনোয়ার।
৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
আরণ্যক রাখাল বলেছেন: আমার মধ্যে উপরের কোন গুনই নেই| সমসাময়িক বিষয়ে আমি বিশেষ অজ্ঞ| এ বিষয়ে আলোচনা করতে, মত প্রকাশ করতে অপারগ রীতিমত
৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১২
মোঃ খুরশীদ আলম বলেছেন: কোন গুণ না থাকাটাও একটা গুণ । চেষ্টা করলে আবশ্যই শানিত হবে আশা করি। ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল ।
৪| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ। যে গুনগুলো নেই, সেগুলো অর্জনের চেষ্টা করব।
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩০
মোঃ খুরশীদ আলম বলেছেন: যে গুলো আছে সেগুলোকে শানিত করুন। না থাকা গুলো অর্জনের চেষ্টার সাথে সাথে । আমার জন্যও দোয়া করবেন। ধন্যবাদ।
৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানিয়ে গেলাম
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩০
মোঃ খুরশীদ আলম বলেছেন: আপাকেও , অনেক অনেক শুভেচ্ছা জানবেন।
৬| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
গেম চেঞ্জার বলেছেন: ধৈর্য্যগুন টাই আছে বাকিগুলো খুব কমই
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩১
মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনারতো সবচেয়ে বড়টাই আছে বস। তাহলে চিন্তা কি ? বাকীগুলো আসলো বলে । ধন্যবাদ।
৭| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪
এরিক ফ্লেমিং বলেছেন: নোংড়া শব্দের ব্যবহার পোস্ট এবং মন্তব্যকে দূষিত করে।
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩২
মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনার বোধটুকু সকলের মাঝে ছড়িয়ে যাক । দোয়া করি। শুভেচ্ছা জানবেন।
৮| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩২
আলভী রহমান শোভন বলেছেন: ভালো বলেছেন।
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৪
মোঃ খুরশীদ আলম বলেছেন: সুন্দর মনের মানুষ; ধন্যবাদ সুন্দর বিবেচনার জন্য ।
৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর বলেছেন +++
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
শাহাদাত হোসাইন শুভ বলেছেন: খুব ভাল বলেছেন...