![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকালের ভালবাসা
মোঃ খুরশীদ আলম
মেয়ে : তুমি আমার জীবনে দেখা অনলি ওয়ান বয়
তাই তোমারে ভাল বাসি অন্য কারো নয়
দিবা নিশি নিদ্রা জাগি তোমায় নিয়ে ড্রিম
ভাবুক এমন! হার বেরিয়ে যাচ্ছি হয়ে স্লিম।
ওগো, আর কতো কাল একলা রব পাত্র আসে শত
পিতা মাতা দূর করিতে সাধছে অবিরত।
আমার মতো সুন্দরীকে হারিয়ে যবে হায়
সরষে তৈল নাকে দিয়ে কাঁদবে নিরালায়।
ছেলে ঃ অমন কথা কয়না সোনা তোমায় ভালবাসি
সব ছারিয়া তাই বারে বার তোমার কাছে আসি
ডিউটি হাজার রয়েছে কাধে বোঝা তো নয় কম
বোনের ম্যারেজ, জবও বাকি, যায় বেরিয়ে দম।
মেয়ে: পুরুষ মানুষ নওগো তুমি, নাই জীবনে এইম?
না জানি হায় খেলছো কিগো, অন্য রকম গেইম।
ছেলে : অমন কথা কয়না সোনা, কলজে ছিড়ে চাও
নামটি তোমার জপছি সেথা, এগেন এগেন নাউ।
©somewhere in net ltd.