![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শঙ্কা
কহিতে না পারি যাহা মুখে
সে কথা তীর হয়ে বিধে এই বুকে
অগনিত জ্বালাতন তীব্রতা ভারী
সব সুখ মরে যায়, করে আহাজারি।
দিনক্ষণ বয়ে চলে যেন সাগরের ঢেউ
ভেতরে দহন জ্বালা দেখেনাতো কেউ
স্বচ্ছ জীবন বোধ শিশির কনা
নষ্ট করিতে তারে তুলে ধরে ফনা।
কে কবে ছোবল মারে করে কু নজর
শত্রুবেশে ভাব্ মানে না ওজর।
আহারে বিহারে সদা তার ভাবনায়
সোনার তরী বুঝি ডুবে গেল হায় ।
মোঃ খুরশীদ আলম ।
১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
মোঃ খুরশীদ আলম বলেছেন: জ্বি, অবশ্যই চেষ্টা করবো, দোয়া করবেন সফল যেন হই ।
২| ১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৩
ধ্রুবক আলো বলেছেন: সোনার তরী ডুব শঙ্কা
খুব সুন্দর লিখেছেন...
১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৬
ওমর আল হাসান বলেছেন: চেস্টা করেন সোনালী নৌকাখানি ডুবে নাযায়