![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায়ই 3rd Person Singular বা Plural Number’ দের অতি আগ্রহের কারণে আমাদের সংসারে অশান্তি দেখা দেয়।
অনেকেই আছেন যারা নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর কাজে ব্যস্ত থাকেন। এদের অধিকাংশের স্বামীরা দেখা যায় স্ত্রীদের খোঁজ খবর রাখেন না। শুধু অর্থ কামাইয়ে ব্যস্থ। আসুন এদের হাত থেকে সংসার বাঁচানোর টিপস মেনে চলি।
► স্ত্রীরা অনেক সময়েই বায়বীয় নালিশে স্বামীদের মানসিক পিড়ন দিয়ে থাকেন। তোমার স্বামীকে অমুকের সাথে দেখেছি, এত রাত পর্যন্ত কি করে, অমুক তমুক বলে যারা অন্যের ঘরে আগুন লাগাতে চান তাদের অভিযোগের উত্তর একটাই “ আমার স্বামীর বিরুদ্ধে কোন অভিযোগ আমি আপনার কাছে শুনতে চাই নাই, এটা আমার আর ওর ব্যাপার, আমার ঘরে এ মাসের বাজারের একটু টানাটানি চলছে, দয়া করে যদি 2000 টা টাকা ধার দিতেন তাহলে আগামী মাসে আপনার ভাইয়ের কাছ থেকে নিয়ে ধার শুধরে দিতাম। “
কুচক্রী পালাবার পথও খুঁজে পাবে না।
২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩
মোঃ খুরশীদ আলম বলেছেন:
আর বইলেন না স্যার, এদের জ্বালায় কতো যে সংসারে আগুল লাগছে তা বলে শেষ করা যাবে না।
২| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬
শামচুল হক বলেছেন: কিছু মহিলা বাড়ি বাড়ি গিয়ে এরকমই প্যাচ লাগায়। আপনি সত্য বিষয়টিই তুলে ধরেছেন।
২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮
মোঃ খুরশীদ আলম বলেছেন: এগুলার জামাইদের জন্য কিছু নছিহত চাই প্লিজ .। ।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
বুরহানউদ্দীন শামস বলেছেন: ২০০০ টাকা ধার চাইলে যে কেউ পালাতে বাধ্য ।
৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৪
মোঃ খুরশীদ আলম বলেছেন: বাপ বাপ বলে পালাবে এবং অন্য ভাবীদেরও বলবে যে, “ ওমুক ভাবীর কাছে যাইয়েন না, তিনি শুধু টাকা ধার চান । “
৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো বুদ্ধি। কিছু আবার অন্য টেকনিক অবলম্বন করে। যেমন - আমার স্বামী রান্না করে দেয়, সকালের নাস্তা বানিয়ে দেয়, কাপড় ধুয়ে দেয় - এসব বলে ভালো বউর মাথা খারাপ করে...
৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৮
মোঃ খুরশীদ আলম বলেছেন: আর বইলেন না, খুব টেনশনে আছি। কখন যে আমারটাও ঐ তরিকা অবলম্বন করে।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪১
প্রামানিক বলেছেন: কুটনী লোকজন এই কাজগুলো করে থাকে।