|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
নাইজেরিয়া হারেনি : হেরেও জিতেছে  
=== মোঃ খুরশীদ আলম 
ফুটবল সংস্কৃতিতে পায়ের জাদুর যে কৌশল তা গোটা বিশ্ব দেখল গত কালের আর্জেন্টিনা ভার্সেস নাইজেরিয়ার চমকপ্রদ প্রতিদ্বন্দিতার মাধ্যমে। নাইজেরিয়া হারেনি বরং হেরেও জিতেছে। আর্জেন্টিনার মতো মাঠ কাঁপানো দলের সাথে পুরো মাঠে যে উন্মাদনা আর প্রতিদ্বন্দিতা পূর্ণ আচরণ নাইজেরিয়া দেখিয়েছে তা বিরল না হলেও অনেকটাই কাম্য ছিল না, বিশেষত আর্জেন্টিনা ভক্তদের কাছে (আমিও আর্জেন্টিনার সাপোর্টার) ।  
 
 [ প্রতিদ্বন্দিতার একটি অংশ] 
অনেকেই মনে করেছিলেন বেশ ব্যবধানে আর্জেন্টিনা হারাবে নাইজেরিয়াকে কিন্তু তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হতে দেয়নি মোহাম্মদ মুসার দল। পুরো মাঠ কাঁপিয়েছে, উপর্যুপরি আক্রমণ এবং আক্রমণে বাঁধা সৃষ্টি করে আর্জেন্টিনাকে চিন্তার সাগরে ভাসিয়ে দিয়েছিল নাইজেরিয়া। ফুটবল প্রেমীরা সত্যিই উপভোগ করেছে গত কালের খেলা। 
মেসির দলকে ভাগ্য সহায়তা করেছে বলে আমি মনে করি। কেননা খেলা শেষ হবার মুহূর্তে নাইজেরিয়া যে সুযোগ পেয়েছে তা যদি কাজে লেগে যেত তাহলে খেলার ফলাফল সমানে সমানে হয়ে যেত। একেই বলে ভাগ্য, ভাগ্যের লিলাখেলা। 
আর্জেন্টিনাকে অভিনন্দন, নাইজেরিয়া ভাল খেলেছে, নাইজেরিয়াকে সমানভাবে শুভেচ্ছা।   নাইজেরিয়া হারেনি বরং হেরেও জিতেছে,  জয় করেছে কোটি ফুটবল প্রেমীদের মন।  
 
[ ফুটবল প্রেমীদের স্বপ্নের রাজা মেসি ও নাইজেরিয়ান কিং মোহাম্মদ মুসা ]
 ২২ টি
    	২২ টি    	 +০/-০
    	+০/-০  ২৭ শে জুন, ২০১৮  সকাল ৯:৫৩
২৭ শে জুন, ২০১৮  সকাল ৯:৫৩
মোঃ খুরশীদ আলম বলেছেন: শুভ সকাল স্যার, আপনার কাছে এমন মন্তব্যই আশা করেছিলাম। আপনার উছিলায় হয়তো আমার পোষ্টে মন্তব্যের পাহাড় জমে যাবে, নয়তো একেবারে ঢুও মারবে না কেউ। 
যেটাই হোক আপনি মন্তব্য করেছেন। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাইনা।
২|  ২৭ শে জুন, ২০১৮  সকাল ৯:২২
২৭ শে জুন, ২০১৮  সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: আর্জেন্টিনা আর্জেন্টিনা। 
Goal goal goal
Olay olay olay !
  ২৭ শে জুন, ২০১৮  সকাল ৯:৫৪
২৭ শে জুন, ২০১৮  সকাল ৯:৫৪
মোঃ খুরশীদ আলম বলেছেন: গোল, গোল 
ওলে ওলে 
হা, হা, সুন্দর শব্দে মনের কথা গুলো বলেছেন। ধন্যবাদ ।
৩|  ২৭ শে জুন, ২০১৮  সকাল ১০:০৭
২৭ শে জুন, ২০১৮  সকাল ১০:০৭
তানুন ইসলাম বলেছেন: ২২২২
  ২৭ শে জুন, ২০১৮  সকাল ১০:১০
২৭ শে জুন, ২০১৮  সকাল ১০:১০
মোঃ খুরশীদ আলম বলেছেন: ইয়া আল্লাহ, কি কয় !
৪|  ২৭ শে জুন, ২০১৮  সকাল ১০:২৫
২৭ শে জুন, ২০১৮  সকাল ১০:২৫
সিগন্যাস বলেছেন: খেলা দেখি না।যখন খেলা চলছিল আমি দাবা খেলছিলাম
  ২৭ শে জুন, ২০১৮  দুপুর ১২:২৭
২৭ শে জুন, ২০১৮  দুপুর ১২:২৭
মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনি বিচিত্র, রেকর্ড ভঙ্গ করেছেন, আপনাকে কি পুরস্কার দেয়া যায় তাই ভাবছি।
৫|  ২৭ শে জুন, ২০১৮  সকাল ১০:২৮
২৭ শে জুন, ২০১৮  সকাল ১০:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: পেনাল্টি থেকে গোল পাবার আগপর্যন্ত ঈগলসদের গোল পজিশন ছিল বিলো ফরটি। পুরো ম্যাচেও তাই।
  ২৭ শে জুন, ২০১৮  দুপুর ১২:২৮
২৭ শে জুন, ২০১৮  দুপুর ১২:২৮
মোঃ খুরশীদ আলম বলেছেন: হুম।
৬|  ২৭ শে জুন, ২০১৮  সকাল ১১:২৩
২৭ শে জুন, ২০১৮  সকাল ১১:২৩
চোরাবালি- বলেছেন: রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত সময়টা আমার আমার আর আমার শুধুই ঘুমের। খেলা দেখা তো দুরে থাক ফোন কলও রিসিভ করি না। 
আমি হয়তো গাইয়া, হয়তো সেকেলে অথবা আনস্যোসাল ক্ষ্যাত পাবলিক।
  ২৭ শে জুন, ২০১৮  দুপুর ১২:২৯
২৭ শে জুন, ২০১৮  দুপুর ১২:২৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: আমার দৃষ্টিতে আপনিই সেরা, ঠিকানাটা দিন, গিফট পাঠিয়ে দেই।
৭|  ২৭ শে জুন, ২০১৮  সকাল ১১:৫৪
২৭ শে জুন, ২০১৮  সকাল ১১:৫৪
কাইকর বলেছেন: ভালো খেলেছে দেখি জিতেছে।
  ২৭ শে জুন, ২০১৮  দুপুর ১২:৩০
২৭ শে জুন, ২০১৮  দুপুর ১২:৩০
মোঃ খুরশীদ আলম বলেছেন: তারা উভয় দলেই ভাল খেলেছে, উভয়ই প্রশংসার দাবীদার।
৮|  ২৭ শে জুন, ২০১৮  দুপুর ১২:১৮
২৭ শে জুন, ২০১৮  দুপুর ১২:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল খুরশীদ ভাই। আমি কিন্তু ভালো খেলিয়ে দলের পক্ষে। গতরাতে কিন্তু আর্জেন্টিনা ভালো দল হিসাবে জিতেছে, অন্তত আমার ধারনায়। তবে আর্জেন্টিনা সামনে কঠিন প্রতিপক্ষ পাবে, আশাকরি তারা সাফল্যের সঙ্গে পরবর্তী পর্যায়ে উন্নীত হবে।  
শুভ কামনা জানবেন।
  ২৭ শে জুন, ২০১৮  দুপুর ১২:৩৩
২৭ শে জুন, ২০১৮  দুপুর ১২:৩৩
মোঃ খুরশীদ আলম বলেছেন: আর্জেন্টিনা ভাল করুক সেটা আমিও চাই। তবে, আর্জেন্টিনা ভাল খেলেছে সেটা যেমন সত্য তেমনি খুব চাপে ছিল সেটাও সত্য। শেষের সময়ে গোল টা যদি নাইজেরিয়ার সাথে মিতালি করতো তাহলে কি হতো ভেবেছেন ? 
ধন্যবাদ জানবেন, ভাই।
৯|  ২৭ শে জুন, ২০১৮  দুপুর ১২:৪৪
২৭ শে জুন, ২০১৮  দুপুর ১২:৪৪
সিগন্যাস বলেছেন: কি পুরষ্কার দিবেন?
  ২৭ শে জুন, ২০১৮  দুপুর ১:০৫
২৭ শে জুন, ২০১৮  দুপুর ১:০৫
মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাবতাছি ভাই কি দেয়া যায়, আপনি একটু হেল্প করুন।
১০|  ২৭ শে জুন, ২০১৮  দুপুর ২:৪২
২৭ শে জুন, ২০১৮  দুপুর ২:৪২
বিবেকহীন জ্ঞানি বলেছেন: ১৬ তে প্রতিদ্বন্দ্বী আর কঠোর হবে।তাই। আর্জেন্টাইন কে মিসিং গুলা ক্লিয়ার করতে হবে।তবে ১ম দুই মেছ থেকে যে তারা ফিরে আসতে পারছে তাতেই খুশি।
১৬ তে ফ্রান্স এর সাথে পড়ার সম্ববনা বেশি তাই তাদের আর ভালো খেলতে হবে।
  ২৭ শে জুন, ২০১৮  দুপুর ২:৪৩
২৭ শে জুন, ২০১৮  দুপুর ২:৪৩
মোঃ খুরশীদ আলম বলেছেন: আশা করি সিদ্ধান্তটা তারা সঠিকভাবেই নিবে।
১১|  ২৭ শে জুন, ২০১৮  বিকাল ৪:১৩
২৭ শে জুন, ২০১৮  বিকাল ৪:১৩
রিফাত হোসেন বলেছেন: চাঁদগাজী বলেছেন: 
নাইজেরিয়ার কেহ এমন কিছু দাবী করেনি;
----
গাজী সাহেব এর সাথে একমত। পরিচিত ২ নাইজার নিজেদেরকে মোটামোটি underdog মনে করত। তারা হার ধরে নিয়েছে, মেসি জেগে উঠলে।
  ২৭ শে জুন, ২০১৮  বিকাল ৪:২০
২৭ শে জুন, ২০১৮  বিকাল ৪:২০
মোঃ খুরশীদ আলম বলেছেন: সমালোচনার মান সর্বোৎকৃষ্ঠ হওয়া বাঞ্চনীয়। 
জনাব চাঁদগাজী কি বুঝাতে চেয়েছেন আর আপনি কি বুজেছেন ? 
একটু ব্যাখ্যা করবেন প্লিজ, কথা দিচ্ছি হতাশ করব না।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৮  সকাল ৯:১৫
২৭ শে জুন, ২০১৮  সকাল ৯:১৫
চাঁদগাজী বলেছেন:
নাইজেরিয়ার কেহ এমন কিছু দাবী করেনি; আপনি হয়তো মংগল গ্রহে বসে খেলা দেখেছেন।