|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সরকার আন্তরিক হলে আন্দোলনের দরকার হয় না। 
মোঃ খুরশীদ আলম 
হ্যাঁ তাই, সরকার যদি জনগণের সমস্ত সমস্যা সমাধানে আন্তরিক হন তাহলে আন্দোলনের দরকার কি ? 
পরিবহন সেক্টরের বর্তমান অবস্থা নিয়ে যে সমস্যা বিরাজ করছে এবং এই সমস্যাকে কেন্দ্র করে আরো যে সকল সমস্যা তৈরী হচ্ছে বা হবে সেদিকে সরকারের কোন ভ্রুক্ষেপ নাই। বিষয়্টা কেমন যেন, একবার কেউ ক্ষমতায় এলে সে যেন নিজের অতীত একেবারেই ভুলে যায়। দেশের সকল সেক্টরে নৈরাজ্য ডাল ভাতের মতো আকার ধারণ করেছে। এ থেকে পরিত্রান পেতে ছাত্রসমাজ যদি এগিয়ে আসে তাতে কাকে দোষ দেয়া যায়। সরকার যদি আন্তরিকভাবে ছাত্রদের দাবী-দাওয়াগুলো পর্যব্ক্ষেণ করে তাহলে সমস্যা থাকার কথা নয়। আসলে, সমস্যা হতে পরিত্রাণ পেতে এযাবত সবগুলো আন্দোলনের মূল চালিকাশক্তিই ছিল ছাত্রসমাজ। সেটা সরকার ও তার দায়িত্বশীল মহল ভুলে গেলে চলবে কেন ? 
 
[রাজধানীর বিমান বন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ- ছবি- প্রথম আলো] 
গাড়িচালকদের সরকারের কোন কোন দায়িত্বশীল মাথায় তুলে রাখতে চান। এতে সমস্যাগুলো আরো বাড়বে। জনগণের ধৈর্যের একটা সীমা আছে। ওদের বিচার হবে, ওদের কঠিন শাস্তি দিতে হবে। ব্যাস, এটুকু বলতে সমস্যা কোথায় ? কে জানে, দাঁত কেলিয়ে হাসা মানুষগুলোর স্বার্থ কোথায় অপরাধীদের বাঁচিয়ে। 
জনগণ হয়তো আর কারো কাছে বিচার চাইবে না একসময়। হয়তো নিজেদের বিচার নিজেরই করবে। আর দলকানা অন্ধগুলারে অভিশাপ দেবে। এমনটা যদি হয় তাহলে কাউকে দোষারোপ করা যাবে না। 
 ১৫ টি
    	১৫ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৫ ই আগস্ট, ২০১৮  বিকাল ৩:৪৩
০৫ ই আগস্ট, ২০১৮  বিকাল ৩:৪৩
মোঃ খুরশীদ আলম বলেছেন: অপেক্ষা করেন, সময় মতো দেখতে পাবেন।
২|  ০১ লা আগস্ট, ২০১৮  দুপুর ২:২৬
০১ লা আগস্ট, ২০১৮  দুপুর ২:২৬
কাওসার চৌধুরী বলেছেন: 
আসলে সরকারগুলো পরিবহন খাতে শৃঙ্খলা আনতে পুরোপুরি ব্যর্থ্য; এজন্য এমন করুন মৃত্যুর দায়ভারও তাদের...... 
  ০৫ ই আগস্ট, ২০১৮  বিকাল ৩:৪৩
০৫ ই আগস্ট, ২০১৮  বিকাল ৩:৪৩
মোঃ খুরশীদ আলম বলেছেন: দুঃখজনক হলো কেউই দায়ভার নেয় না। তাই জনগণকেই সচেতন হতে হবে, নিজের স্বার্থে।
৩|  ০১ লা আগস্ট, ২০১৮  দুপুর ২:৩৪
০১ লা আগস্ট, ২০১৮  দুপুর ২:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় খুরশীদভাই, 
সহমত আপনার সঙ্গে যে সরকার একটু আন্তরিক হলে এমন অপ্রীতিকর অবস্থা এড়ানো সম্ভব হত।  
শুভকামনা জানবেন।
  ০৫ ই আগস্ট, ২০১৮  বিকাল ৩:৪৪
০৫ ই আগস্ট, ২০১৮  বিকাল ৩:৪৪
মোঃ খুরশীদ আলম বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই।
৪|  ০১ লা আগস্ট, ২০১৮  দুপুর ২:৪২
০১ লা আগস্ট, ২০১৮  দুপুর ২:৪২
জাতির বোঝা বলেছেন: এই সব অযোগ্যদের দায়ভার কেন প্রধানমন্ত্রী নিজের কাধে নেন? তাদেরকে কেন বরখাস্ত করেন না?
  ০৫ ই আগস্ট, ২০১৮  বিকাল ৩:৪৫
০৫ ই আগস্ট, ২০১৮  বিকাল ৩:৪৫
মোঃ খুরশীদ আলম বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ই ভাল জানেন।
৫|  ০১ লা আগস্ট, ২০১৮  দুপুর ২:৫২
০১ লা আগস্ট, ২০১৮  দুপুর ২:৫২
ভ্রমরের ডানা বলেছেন: 
বিচার করা উচিত। সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ ঝড়বে। জাবালে নূর এর পরিচালকদের শাস্তি প্রদান করা হঊক!
৬|  ০১ লা আগস্ট, ২০১৮  বিকাল ৩:২২
০১ লা আগস্ট, ২০১৮  বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: বেপরোয়া বা নিয়ন্ত্রণহীন গাড়ি চালানোর ফলে দুর্ঘটনা ও জানমালের ক্ষয়ক্ষতি হলে চালকের সর্বোচ্চ সাজা মাত্র ৩ বছর জেল। তবে কেউ মারা গেলে বা আহত হলে চালক বা দায়ী ব্যক্তির কী শাস্তি হবে তা আইনে স্পষ্ট নেই। ফলে এ ধরনের ঘটনায় পেনাল কোডের ৩০৪ (খ) ধারায় মামলা হচ্ছে, যে ধারায় সর্বোচ্চ সাজা ৩ বছর। শুধু তাই নয়, সড়ক দুর্ঘটনার মামলা জামিনযোগ্য। 
অতএব কেউ যদি কাউকে উদ্দেশ্যপ্রণদিতভাবে খুন করাতে চায় বা নিজে খুন করে, তাহলে তা সর্বোচ্চ ৩ বছরের সাজাতে করে ফেলা সম্ভব। তাছাড়া কেউ মারা গেলে দায়ী ব্যক্তির শাস্তির বিধান যেহেতু স্পষ্ট নয়, তাই সর্বোচ্চ সাজা কাউকেই পেতে হয় না। এর আগেই জামিন পেয়ে দিব্যি ঘুরে বেড়াতে পারে। আরেকটি খুন করে। এভাবে খুন করেই যায়।
  ০৫ ই আগস্ট, ২০১৮  বিকাল ৩:৪৭
০৫ ই আগস্ট, ২০১৮  বিকাল ৩:৪৭
মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনি সুন্দর বলেছেন। আমরা আইন না জেনেই খামাকা আন্দোলন ফান্দোলন করতে থাকি। আসলে আন্দোলন হওয়া উচিত আইন প্রণয়ন করার জন্য। আইন পরিবর্তন করার জন্য।
৭|  ০১ লা আগস্ট, ২০১৮  বিকাল ৩:২৭
০১ লা আগস্ট, ২০১৮  বিকাল ৩:২৭
আকবার বলেছেন: সরকারকে তাড়া করছে BNP ভীতি, তাদের কি অন্য কিছু চিন্তা করার সময় আছে।
  ০৫ ই আগস্ট, ২০১৮  বিকাল ৩:৫১
০৫ ই আগস্ট, ২০১৮  বিকাল ৩:৫১
মোঃ খুরশীদ আলম বলেছেন: আমি একমত নই। বরং বিএনপি’র মহান নেতা তারেক সাহেব যিনি দলের দুর্দিনের সময় দলের জন্য কাজ করার কথা ছিল তিনি আইনের চোখে ধুলে দিয়ে সরকারের ভয়ে তাড়া খেয়ে বেড়াচ্ছেন।
৮|  ০১ লা আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:১০
০১ লা আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:১০
নাহিদ০৯ বলেছেন: ছোটকালে মার খেতে খেতে আন্দাজ করে নিয়েছিলাম যে কতক্ষন পরে মা’র রাগ কমবে। সময় আন্দাজ করে মুখ এঁটে চুপ করে থাকতাম।
বর্তমান এর আন্দোলন এর শেষ কতটুকু তা হয়তো আন্দাজ করা হয়ে গেছে রাজনীতিবিদ দের। চুপটি মেরে বসে থাকে আন্দোলন ঝিমিয়ে যাওয়া পর্যন্ত।
কিন্তু সমস্যা বাঁধায় যত ছাত্র আন্দোলন। এদের শেষ বলে কিছু নেই। ভবিষ্যৎ ভাবনার থেকেও বেশি কিছু নিয়ে আসে তরুনদের দল। তাইতো প্রতিটা ছাত্র আন্দোলন ই শেষ হয় খুনাখুনি’র মাধ্যমে অবা পরিবার কে ভয় দেখানোর মাধ্যমে।
  ০৫ ই আগস্ট, ২০১৮  বিকাল ৩:৫৪
০৫ ই আগস্ট, ২০১৮  বিকাল ৩:৫৪
মোঃ খুরশীদ আলম বলেছেন: অনেকটাই সত্য কথা।
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০১৮  দুপুর ২:১৯
০১ লা আগস্ট, ২০১৮  দুপুর ২:১৯
প্রশ্নবোধক (?) বলেছেন: এগুলো আন্দোলন নাকি বিষ্ফোরণের পূর্বের ধোয়া???