|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
                                                                                  পরিতাপ 
                                                                                    ======== মোঃ খুরশীদ আলম
                                                          কি দিয়ে বরণ করিবো তোমায় 
                                                                                আমিযে রিক্ত, নিঃস্ব আজ,
                                                                                কি দিয়ে তোমায় সাজাব বল
                                                                                কিই বা দেব অঙ্গসাজ। 
কি দিয়ে তোমায় করবো সুখী 
আমিতো দুখী জীবনভর,
পাইনি কভু সুখের দেখা
হৃদয়টা তাই আজ পাথর। 
                                                                 মোর হৃদয়ে দুখের শিখা
                                                                  ছড়ায় কান্না, অশ্রু, তাপ
                                                              যদিবা হারাই পেয়েও তোমায় 
                                                                  হৃদয়ের বড় পরিতাপ। 
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:২৯
০৯ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:২৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাল বলেছেন রাজীব ভাই।
২|  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:১৭
০৯ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:১৭
নজসু বলেছেন: 
হৃদয়ের ভালোবাসায় তাকে রাঙিয়ে দিন। 
আর কি লাগে?
পরিতাপ ঝেরে ফেলুন প্রিয়। 
আনন্দের জোয়ারে ভেসে চলুন।
  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:২৯
০৯ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:২৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: দেখি কতটুকু করা যায়। ভাল থাকবেন, অনেক অনুপ্রাণিত হলাম আপনার পরামর্শে।
৩|  ১০ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৯:০৯
১০ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৯:০৯
নজসু বলেছেন: 
আস সালামু আলাইকুম।
কেমন আছেন প্রিয় ভাই?
আপনার ব্লগ বাড়িতে বেড়াতে আসলাম।
৪|  ১১ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৬
১১ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৬
মোঃ খুরশীদ আলম বলেছেন: সরি সালামের উত্তর দিতে দেরী হয়ে গেল কিছুটা ব্যস্ততার জন্য। ওয়ালাইকুম আসসালাম। আছি একরকম  আপনাদের দোয়ায়। 
তো আমর ব্লগ বাড়িতে কি দেখলেন তার কোন বর্ণনা নাই কেন? নাকি শুধু ধু ধু মাঠ দেখলেন?
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:২৯
০৯ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: ঘটনা ঘটার পর মনে পরিতাপ এলে লাভ নেই।