|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
মানুষের দাস 
==== মোঃ খুরশীদ আলম 
যার যত তার তত
মেটে না যে ক্ষুধা অত
খায় কত শত শত
মানুষের লাশ,
মানব হিংস্র হয়ে
মায়া দয়া ভুলে গিয়ে
আজ হলো মানুষের দাস ।
  
 
চুপ থাকা হলো কাজ
বিদ্বানে বোবা আজ 
সকলে খুজে শুধু স্বার্থ,
অর্থের ভাজে ভাজে 
লাশের গন্ধ ভাসে
পায়না তা, নাকটা যে্ বন্ধ।
সকলে স্বাধীন তাই 
তার মানে খুঁজি নাই
টিপে গলা করে তারে রুদ্ধ
সমুখে অনাচার দেখে 
ক্রোধের হাসিও হাসে
এটাইযে আজ হলো শুদ্ধ।
 
 ৮ টি
    	৮ টি    	 +২/-০
    	+২/-০২|  ১০ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:১০
১০ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:১০
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো লাগল আপনার মনের ভাবনা প্রকাশনা।
  ১০ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:১১
১০ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:১১
মোঃ খুরশীদ আলম বলেছেন: ধন্যবাদ, উৎসাহ পেলাম।
৩|  ১০ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:১৮
১০ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: ''স'' কি ইচ্ছা করে লিখেছেন?
  ১০ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:১২
১০ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:১২
মোঃ খুরশীদ আলম বলেছেন: না ভাই মনের অজান্তেই লিখেছি। খুব সাধারণ শব্দে একটা অসাধারণ ভুল। তালগোল কিছুই ঠিক নাই ইদানিং। সুস্থ্য থাকবেন। ধন্যবাদ।
৪|  ১০ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:২৫
১০ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:২৫
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর
  ১০ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:১৩
১০ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:১৩
মোঃ খুরশীদ আলম বলেছেন: “ তুমি সুন্দর চাই চেয়ে থাকি প্রিয় সেকি মোর অপরাধ। ”
৫|  ২৪ শে অক্টোবর, ২০১৯  সকাল ১০:৫৯
২৪ শে অক্টোবর, ২০১৯  সকাল ১০:৫৯
খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন। + +
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:৩১
১০ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:৩১
ইসিয়াক বলেছেন: মানুষের দাস ..হবে।
খুঁজে ..হবে।শুভকামনা রইলো