|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

                                                                           সুন্নতের অনুসরণেই নিহিত প্রকৃত সুখ
মহাগ্রন্থ আল কুরান, জগদ্বাসির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে প্রকৃতই এহসান। যার প্রতিটি হরুফের বাস্তবিক প্রতিচ্ছবি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সঃ)। যার সীরাত-সুরাত, আমাল-আখলাক, মোয়ামালাত-মোয়াশারাত জগৎশ্রেষ্ঠ, অদ্বিতীয় এবং অতুলনীয়। যার চারিত্রিক বৈশিষ্ট্য তপ্ত মরুর প্রতিটি বালিকনায় ছড়িয়ে দিয়েছে মহান রাব্বুল আলামিনের একত্ববাদ। পথহারাকে দিয়েছে সিরাতুল মুস্তাকিমের দিশা। যার পবিত্র ছোহবতে বর্বরতার কবর রচিত হয়ে হেদায়েতের নূরে নূরান্বিত হয়েছে জেদী আরবীয়রা। পৃথিবীর বুকে উপহার দিয়েছে হযরত আবু বকর (রাঃ), হযরত উমর (রাঃ), হযরত উসমান (রাঃ), হযরত আলী (রাঃ) এর মতো মহাত্নাগণ। প্রথিবীর বুকে যারা নজির রেখে গিয়েছেন শান্তিময় বাসস্থান প্রতিষ্ঠার। দেখিয়ে গিয়েছেন পাপের কালিমালিপ্ত ধরাকে শান্তিময় ও আলোকিত করে তোলার পিছনে খুব বেশী কিছু লাগে না তাক্বওয়া-পরহেজগারি অবলম্বন ব্যতীত। 
তাইতো, তৃষ্ণার্ত মুসাফির সেই নবী মুহাম্মদের (সঃ) চারিত্রিক অনুকরণ-অনুসরণেই খুজে বেড়ায় হাউজে কাউসারের অমীয় সুধা যা প্রতিটি নবী প্রেমিককে সদা ডেকে বেড়ায় আলিঙ্গনের প্রত্যাশায়। এই মুসাফির আপন সত্ত্বাকে নবি (সঃ) এর প্রেমে কুরবানি দিতে এক মুহুর্তও ভাবে না একথা জেনে যে, তার ক্ষুধা-তৃষ্ণায়, সাজ-সজ্জায়, সফলতা-ব্যর্থতায় নবীর (সঃ) সুন্নতের তাবেদারিই তাকে নিয়ে যাবে মহান মাওলার দিদারে। তাইতো সে উন্মুখ থাকে জীবনের রংগুলোকে রাসুলের (সঃ) রঙ্গে রঙ্গাতে। 
 ২৫ টি
    	২৫ টি    	 +১/-০
    	+১/-০  ১৫ ই জুন, ২০২০  দুপুর ১:১৬
১৫ ই জুন, ২০২০  দুপুর ১:১৬
মোঃ খুরশীদ আলম বলেছেন: আল্লাহকে ভালবাসার প্রমাণ তার রাসুলের সুন্নাতের অনুসরণ করা । আপনাকে ধন্যবাদ।
২|  ১৫ ই জুন, ২০২০  সকাল ১১:৩৩
১৫ ই জুন, ২০২০  সকাল ১১:৩৩
নতুন নকিব বলেছেন: 
ভালো পোস্ট।
  ১৫ ই জুন, ২০২০  দুপুর ১:১৭
১৫ ই জুন, ২০২০  দুপুর ১:১৭
মোঃ খুরশীদ আলম বলেছেন: আল্লাহ আপনাকে কবুল করুন।
৩|  ১৫ ই জুন, ২০২০  সকাল ১১:৪৮
১৫ ই জুন, ২০২০  সকাল ১১:৪৮
নতুন বলেছেন: সুন্নতের অনুসরণেই নিহিত প্রকৃত সুখ 
আপনি নিজে কি এই কথা বিশ্বাস করেন? 
এটা মানেন? 
সুন্নত অনুসরন করেন? 
সময়ের সাথে যেই পরিবত`ন এসেছে পৃথিবিতে সেটার ফলে অনেক পরিব`ন এসেছে সেখানে সুন্নত কাজে কিছু পরিবত`ন এসেছে। সেই পরিবত`ন কিভাবে নিয়েছেন আপনি? 
যেমন: - 
মিসওয়াক এর বদলে ব্রাশ+পেস্ট
ডিসডাস পোষাক এর বদলে সাট প্যান্ট, সুট, লুঙ্গি, গেন্জি
উটের বদলে কার, বাস, সাইকেল
ঢিলা কুলুকের বদলে টিসু পেপার
চিঠির বদলে ইমেইল
চিঠি বাহকের মাধ্যমে পাঠানোর বদলে ইমেইলে পাঠানো
আরো আছে... 
  ১৫ ই জুন, ২০২০  দুপুর ১:১৯
১৫ ই জুন, ২০২০  দুপুর ১:১৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: লক্ষ লক্ষ বনি আদমের মধ্যে সুন্নতের অনুসারী আপনার চোখে পড়েনা! আমি বিস্মিত হলাম। দয়া করে আমার প্রোফাইল পিকচারটিতে একবার দৃষ্টি দিন। আশা করি আপনার সন্দেহ রিমুভ হবে।
৪|  ১৫ ই জুন, ২০২০  সকাল ১১:৫৯
১৫ ই জুন, ২০২০  সকাল ১১:৫৯
বিজন রয় বলেছেন: আমাদের সমাজে সুন্নত পালন করা মানুষ খুবই কম।
  ১৫ ই জুন, ২০২০  দুপুর ১:২০
১৫ ই জুন, ২০২০  দুপুর ১:২০
মোঃ খুরশীদ আলম বলেছেন: আমি আপনি যদি সুন্নতের অনুসরণ অনুকরণ করি তাহলে আপনার আমার দেখায় দেখায় আমাদের পরিবারের অন্যান্য সদস্যরাও তাকে অভ্যস্থ হয়ে যাবে। ইনশাআল্লাহ।
৫|  ১৫ ই জুন, ২০২০  দুপুর ১২:০৫
১৫ ই জুন, ২০২০  দুপুর ১২:০৫
সাহাদাত উদরাজী বলেছেন: জ্বি!
  ১৫ ই জুন, ২০২০  দুপুর ১:২১
১৫ ই জুন, ২০২০  দুপুর ১:২১
মোঃ খুরশীদ আলম বলেছেন: আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। আমিন ।
৬|  ১৫ ই জুন, ২০২০  দুপুর ১:৪২
১৫ ই জুন, ২০২০  দুপুর ১:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রকৃত সুন্নাহর অনুসরনেই মুক্তি!
 উদা ভাই.. কি লাভ সো কলড চেতনার নামে ইসলাম এবং মৌলিক সত্যের বিরোধিতা করে?
আপনাকে বোঝানের সাধ্য আমার নেই, শুধু স্মরণ করিয়ে দিতে চাই যা আপনি অবগত
হাদীস সংগৃহিত হয় নবীজির ইন্তেকালের ৬০০ বছর পর!
সিম্পল একটা হিসাব আপনি জানেন আমাদের স্বাধীনতার মাত্র ৪০ বছর পার হয়েছে অথচ ইতিহাসের কি হাল আপনি জানেন!
আর যেখানে আব্বাসীয় উমাইয়া দ্বন্ধ এবং স্বার্থবাদীতা ক্ষমতা আর লোভে ৪ জন খলিফা শহীদ হন এবং ১১ জন ইমাম শহীদ হন সেখানে কি পরিমান টেম্পারিং হতে পারে। সাধারণ বোধেই তা অনুভব করার কথা।
এরপর রয়েছে ক্ষমতাসীন বাদশাহদের পেইড আলেম! নামধারী গং! যারা বাদশাহের অনুকুল্যের আশায় বহু অপরাধ করে ইসলামের ব্যাখ্যা, তাফসির বা বিশ্লেষনের নামে চালিয়ে দিয়েছে! আপনি চলমান বাস্তবতায় কি অনুধাবন করেন না? সামান্য তৃতীয় বিশ্বের সরকারকে খূশি করতেই কি পরিমান চামচ আর আতেল গং বিরাজমান!  
সুতরাং ঐ সময়ে তারা কি করেছে? 
কুরাইশ বংশের বিরোধীতা কারীরা যখন ক্ষমতায় এলো, আপনার সাধারন বোধ কি বলে না তারা কি পরিমান সত্য মিথ্যার মিশেল দিতে পারে? শেখ মুজিব আর জিয়ার জীবন নিয়ে কুৎসিত চর্চা দেখেও কি অনুভবে আসে না- মানুষ নীচে নামলে কত নীচে নামতে পারে! 
তবে কেন নিত্যকার এই খুঁচাখুচি!
আপনি কি মরবেন না?
তারপর?
আপনি কি মনে করেন মরে গেলে হাড়গোড় গোস্ত মাংস মাটিতে মিশে যাবে? পঁচে যাবে? 
নাকি জীবনের নিত্যতায় বিশ্বাস করেন?
আজ বর্তমান। বর্তমানে দাড়িয়ে আগামীকালই পরের কাল বা নেক্সট টাইম! অস্বীকার করার উপায় আছে কি? 
আর যদি বলেন নো আগামীকাল! তবে কথা আলাদা!
এখন আমাদের করণীয় কি?
অবিশ্বাসীর দৃষ্টিভংগিতে সকল কিছূই বর্জন করা? বিরোধিতা করা, ক্রিটিসাইজ করা? নাকি সাধারন বোধ এবং চেতনায়  মন্দ গুলো এড়িয়ে সুন্দর ভাল এবং কল্যানকর গুলো আমল করা!!  
একজন মেহাম্মাদ সা: হওয়া দূরে থাক তার কিয়দংশ ধারন করাও এক জনমে একজন মানুষের পক্ষে কঠিন বৈকি।
সাধারন একটা আমল সত্যবাদী্বা আল আমিন হওয়া। নবুয়াতের পূর্বেই যে গুনে সকল আরবের কাছে তিনি মহিমান্বিত ছিলেন!
দেখুনতো এই চলমান জীবনে মাত্র ৪০ দিন একটাও মিথ্যা না বলে জীবন যাপন করতে পারেন কি না?
আপনার যাপিত জীবন এবং পারিপাশ্বিকতায়, বাস্তবতায় বুঝেও কেউ অবুঝ হলে, জেনেও কেউ জ্ঞানপাপী হলে কিছূ বলার নেই।
এই সাতান্নর ভীরে সেই ধারাকে এড়িয়ে বলেনতো দেখি ভায়া ন্যায্য দুটো কথা? হক কথা! 
পারবেন? সংবিধানের আপনার মৌলিক ভোটদানের অধিকার ফিরে পাবার কথা!
গুম, খুন আর নির্যাতনের ভয় এড়িয়ে নূন্যতম মৌলিক মানবাধিকারের দুটো কথা বলতে? পারবেন?
পারবেন না?
অথচ কত সহজেই মোহাম্মদ সা:, যিনির কোটি কোটি বুঝ বেবুঝ অনুসারী আছে, উনাকে হেয় করতে কতইনা প্রাণান্ত প্রচেষ্টা!
এটাকে কি হিপোক্রেসি বলা যায়? বলেন তো? ভায়া?
  ১৫ ই জুন, ২০২০  দুপুর ১:৫৪
১৫ ই জুন, ২০২০  দুপুর ১:৫৪
মোঃ খুরশীদ আলম বলেছেন: আল্লাহ সবাইকে বুঝার বুঝ দেন না। যারা নিজেরা নিজেদেরকে অন্ধকারে ঢেকে রাখে তাদেরকেতো নয়ই। মক্কার সবচেয়ে বড় জ্ঞানী আবু জেহেল এতো জ্ঞানের অধিকারী হয়েও হেদায়েত পায়নি। আমাদের সমাজে আবু জেহেলের সংখ্যা কম নয়। আমরা শুধু কল্যান কামনা করতে পারি। এছাড়া আর কি? আল্লাহ আমাদের ক্ষমা করুন আর হেদায়েতের নুরে আলোকিত রাখুন মৃত্যুর আগে ও মৃত্যুর পরে অনন্তকাল। আমিন।
৭|  ১৫ ই জুন, ২০২০  দুপুর ১:৫০
১৫ ই জুন, ২০২০  দুপুর ১:৫০
মাহিরাহি বলেছেন: বছর খানেক আগে, মুখে জিহ্বায় জ্বালাপোড়া শুরু হয়ে গিয়েছিল, সম্ভবত পেটের গরমে। ডাক্তার সাহেব মলম দিলেন, গ্যাস্ট্রিকের ঔষধ দিলেন।
খুব একটা কাজে লাগেনি। মাঝে মাঝে বাড়ে কমে। 
তবে নিমের মিসওয়াক খুব কাজে দিয়েছিল। 
শেষ হয়ে যাওয়াতে এখন নিমের মিসওয়াক খুজছি।
  ১৫ ই জুন, ২০২০  দুপুর ২:৪৩
১৫ ই জুন, ২০২০  দুপুর ২:৪৩
মোঃ খুরশীদ আলম বলেছেন: যে কোন মসজিদের পাশে বসে থাকা টুপি বিক্রিওয়ালাদের কাছে খুঁজে দেখতে পারেন। পাবেন আশা করি।
৮|  ১৫ ই জুন, ২০২০  দুপুর ২:১৯
১৫ ই জুন, ২০২০  দুপুর ২:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: উদাসী স্বপ্ন বলেছেন: বিদ্রোহী ভৃগু তাইলে হিশাম ইসহাক তাবারী দিমু? খালি একবার কন। 
হা হা হা
আগে মাথা ঠান্ডা করেন।
আমার কথার সারাৎসার ছিল-  মন্দত্ব পরিহার করো! যা কিছু কল্যানকর তা গ্রহণ করো।
ইসহাক ইবনে তাবারীর গুস্ঠি কিলান। সেতো ইতিহাস পাতিহাসের বহুত পুরানা পাঠ!
ভাইজান আল্লাহর দোহাই যদি সৎ সত্য, সুন্দর এবং ন্যায়বার মনের মানুষ হয়ে থাকেন,বর্তমানের এই সংকটময় দুনিয়ার ত্রাতা না হোন, একজন বাঙালী হিসেবে স্বৈরাচারিতা নিয়ে পোষ্ট দেন। মধ্যরাতের ভোট চুরির মাধ্যমে কোটি মানুষের যে মৌলিক অধিকার হরণ হইছে ! এবং চলমান ক্ষমতার গুনের সাথে সাথে দোষ গুলাও তুইলা ধরেন!
বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান নিয়ে ঐতিহাসিক সত্যাসত্য গুলো তুলে ধরেন
এই জাতির এই ক্রান্তিকালে তাদের ন্যায়, সত্য, সুন্দর সমাজ গঠনের দিশারী লিখা দেন। বাঙালী জাতির মুক্তি সনদ দেন!
কসম কইরা কইতাছি- আজীবনের লাইগ্যা আপনার পাঙখা হইয়া যামু  
 
৯|  ১৫ ই জুন, ২০২০  দুপুর ২:৫৪
১৫ ই জুন, ২০২০  দুপুর ২:৫৪
নেওয়াজ আলি বলেছেন: আরব দেশের মানুষ ব্যাপকভাবে মেছওয়াক ব্যবহার করে
  ১৬ ই জুন, ২০২০  সকাল ১০:১২
১৬ ই জুন, ২০২০  সকাল ১০:১২
মোঃ খুরশীদ আলম বলেছেন: আমাদেরও অভ্যাস করা উচিত। আমার জন্য দোয়া করবেন, অভ্যস্থ যেন হতে পারি। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
১০|  ১৫ ই জুন, ২০২০  বিকাল ৪:৫২
১৫ ই জুন, ২০২০  বিকাল ৪:৫২
নতুন বলেছেন: লেখক বলেছেন: লক্ষ লক্ষ বনি আদমের মধ্যে সুন্নতের অনুসারী আপনার চোখে পড়েনা! আমি বিস্মিত হলাম। দয়া করে আমার প্রোফাইল পিকচারটিতে একবার দৃষ্টি দিন। আশা করি আপনার সন্দেহ রিমুভ হবে। 
আপনার প্রোফাইলের ছবি আপনার হলে আপনি চেস্টা করছেন বোঝা যায়। ভালো । 
কিন্তু বত`মান সময়ে এসে কতগুলি সুন্নতের পরিবত`ন করেছেন? 
বাংলাদেশে ঘোড়া এবং উট কিনতে পাওয়া যায়। যানবাহন কেনার সময় কি কিনবেন? ঘোড়া/উট নাকি সাইকেল/কার?? 
হাতে লেখা চিঠি না ইমেইল? 
মাটির ঢিলা নাকি টিসু পেপার? 
টাকা বাসায় রাখবেন না কি ব্যাংকে? লোন নেবেন? না কি সম্পূন` সুদ সম্পকিত ব্যবসা,চাকুরি থেকে বিরত থাকবেন?
  ১৬ ই জুন, ২০২০  সকাল ১০:১৫
১৬ ই জুন, ২০২০  সকাল ১০:১৫
মোঃ খুরশীদ আলম বলেছেন: মানুষ ২টি কারণে প্রশ্ন করে। 
১) জানার জন্য ও সেই অনুপাতে আমল করার জন্য;
২) উত্তরদাতাকে বিভ্রান্ত ও হেয় করার জন্য। 
আপনি কোন কারণে করছেন? দয়া করে ক্লিয়ার করুন। তাহলে আলোচনা হতে পারে। অন্যথায় নয়। 
কারণ প্রতিটি মুহুর্তের মূল্য অনেক। আপনি কোন কারণে প্রশ্ন করছেন সেটা জানতে পারলে আমার আলোচনা চালিয়ে যেতে সুবিধা হবে। 
নয়তো আমি আপনার মূল্যবান সময় অযথা নষ্ট করতে ইচ্ছুক নই।
১১|  ১৫ ই জুন, ২০২০  সন্ধ্যা  ৭:৪৭
১৫ ই জুন, ২০২০  সন্ধ্যা  ৭:৪৭
রাজীব নুর বলেছেন: সুন্নত ফরজ নিয়ে আমি কোনো কালেই মাথা ঘামাই না।
  ১৬ ই জুন, ২০২০  সকাল ১০:১৭
১৬ ই জুন, ২০২০  সকাল ১০:১৭
মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাইজান যথেষ্ট বয়েসের অধিকারী হয়েছেন। এবার একটু রয়ে সয়ে চলবেন আশা করি।
১২|  ১৫ ই জুন, ২০২০  রাত ৮:০৬
১৫ ই জুন, ২০২০  রাত ৮:০৬
সোনালি কাবিন বলেছেন: Al-Quran Surah 23. Al-Muminun - 
 
In the name of Allah, the Compassionate, the Merciful.
1 Indeed successful are those believers
2 who are humble in their Salah (prayers),
3 who avoid vain talk,
4 who are punctual in the payment of Zakah (charity),
5 who guard their private parts
6 except with their spouses or those who are legally in their possession, for in that case they shall not be blamed
  ১৬ ই জুন, ২০২০  সকাল ১০:১০
১৬ ই জুন, ২০২০  সকাল ১০:১০
মোঃ খুরশীদ আলম বলেছেন: শোকরিয়া জানাই এবং উত্তম প্রতিদান কামনা করি আপনার জন্য ।
১৩|  ২২ শে জুন, ২০২০  বিকাল ৫:২৭
২২ শে জুন, ২০২০  বিকাল ৫:২৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্নত অস্বীকারকারীর পরিনতি ভয়াবহ। বিস্তারিত সব কিছু কোরআনে বলা হয় নাই। বিস্তারিত জানার জন্য রসূল (সাঃ) কে মানতে হবে ও অনুসরণ করতে হবে।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০২০  সকাল ১১:২৮
১৫ ই জুন, ২০২০  সকাল ১১:২৮
সাগর শরীফ বলেছেন: কোন একটা সুন্নত পালন করতে পারলে যে আত্মিক প্রশান্তি লাগে, সারাজীবন সুন্নত মোতাবেক চলতে পারলে কতটা ভাল লাগবে ভাবা যাায়?