![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সবচেয়ে আনন্দদায়ক কাজগুলোর একটি হল নিজের সম্বন্ধে লেখা।কাজেই বোঝা যায় মিথ্যা আর তোষামোদে ভরপুর।অনেক দিন অপেক্ষা করেছি এই অংশটা লেখার জন্য। কিন্তু লিখি নাই কারণ আমাদের আশেপাশের লোকজন খুবই যন্ত্রণাদায়ক।একটা মানুষকে তারা ভালবাসবে সেটা যে কারণেই হোক কিন্তু কোনদিন বুঝতে দেবে না।খালি এখানেই শেষ না, যেই কারণে ভালবাসা আবার সেই কারণকেই সবার সামনে নিজের কাছে সবচেয়ে ঘৃণ্য কাজ হিসেবে প্রচার করে।
সাকিবের সাক্ষাতকার নেওয়ার পর সাংবাদিকরা যা লেখে :
সাকিবঃ আমি দেশের হয়ে খেলতে গিয়ে অনেক সময় বাবা মা বোনকে সময় দিতে পারি নাই।
পত্রিকার শিরোনামঃ
মা বোনকে সময় দেন না সাকিব।
সাকিবঃ মনে হয় মাঝে মাঝে বউয়ের চেয়েও ক্রিকেটকে বেশি ভালোবাসি।
পত্রিকার শিরোনামঃ ভালোবাসার মাপকাঠিতে স্ত্রী শিশিরকে অনেক নিচে ঠাই দিলেন সাকিব।
সাকিবঃ ব্যাটিং এ ব্যার্থ হলে চিন্তা করি বল দিয়ে পুষিয়ে দিতে হবে।
পত্রিকার শিরোনামঃ ব্যাটিং ব্যার্থতা নিয়ে ভাবেন না সাকিব আল হাসান।
সাকিবঃ এই পরাজয় থেকে শিক্ষা না নিলে উন্নতি সম্ভব হবে না।
পত্রিকার শিরোনামঃ বাংলাদেশের ক্রিকেটে উন্নতি সম্ভব নয় - সাফ জানিয়ে দিলেন সাকিব।
সাকিবঃ ফুটবলে আমার প্রিয় দল আর্জেন্টিনা।
পত্রিকার শিরোনামঃ বাংলাদেশ ফুটবল দলকে ঘৃণা করেন ক্রিকেটার সাকিব।
ইহাই বর্তমান মিডিয়ার কাজ।
©somewhere in net ltd.