নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একেবারে সোজা সাপটা ভাষায় নিজের সম্বন্ধে কিছু কথা বলতে চাই;আমি একজন মুসলিম;জন্মসুত্রে এবং উত্তরাধিকার সূত্রে।হানাফি,মালিকি,শাফেয়ী,হাম্বিলি কিংবা আহলে হাদিস,সুন্নী,সালাফী কোন পরিচয়ে পরিচিত হতে আমি অভ্যস্ত নই।জানার ইচ্ছা আমার চিরন্তন।জানানোর ইচ্ছাও ব্যাপক।

মু মাহফুজ আজিম

পৃথিবীর সবচেয়ে আনন্দদায়ক কাজগুলোর একটি হল নিজের সম্বন্ধে লেখা।কাজেই বোঝা যায় মিথ্যা আর তোষামোদে ভরপুর।অনেক দিন অপেক্ষা করেছি এই অংশটা লেখার জন্য। কিন্তু লিখি নাই কারণ আমাদের আশেপাশের লোকজন খুবই যন্ত্রণাদায়ক।একটা মানুষকে তারা ভালবাসবে সেটা যে কারণেই হোক কিন্তু কোনদিন বুঝতে দেবে না।খালি এখানেই শেষ না, যেই কারণে ভালবাসা আবার সেই কারণকেই সবার সামনে নিজের কাছে সবচেয়ে ঘৃণ্য কাজ হিসেবে প্রচার করে।

মু মাহফুজ আজিম › বিস্তারিত পোস্টঃ

আর্জেন্টিনা ব্রাজিলের তর্ক যুদ্ধে যেন বন্ধু মহলের মাঝে ইতি না ঘটে!!

১০ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৭

চার বছর পর পর আর্জেন্টিনা ব্রাজিল দ্বন্দ্বটা যেন সবসময় লেগেই থাকে। মাঝে মাঝে বন্ধুদের মাঝে তর্ক যুদ্ধ এমন পর্যায়ে চলে যায় যেখানে না মানতে পারা ইগোর কারণে ইতি টানে বন্ধু মহলে। এই হার-জিতের মূল নকশাকারী আল্লাহ্‌ সুবহানুতায়ালা। উনার সিদ্ধান্ত ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। আর খেলা তো ৯০ মিনিটের জায়গায় ১৩২ মিনিটেও ফলাফল শেষ হইনা। মাঝে মাঝে এমন ফলাফল আমাদের সামনে তুলে ধরে যা ইতিহাস হয়ে দাঁড়ায়। তাতেই বিপত্তি বা ইগোর কাছাকাছি। এ ফলাফলের সাময়িক আনন্দ বা দুঃখে কেউ কেউ জাহান্নামের পথে যেতে পিছপা হয়না। এর নজির গত পরশুদিন আমারা দেখিছি বা শুনেছি। আচ্ছা এই ব্রাজিল বা আর্জেন্টিনায় আমরা কি খেলছি বা আমার স্বার্থ কোথায়? এক পক্ষ জিতলে বা হারলে আমাদের সাময়িক আনন্দ বা দুঃখ এটাতেই কি আমাদের জীবন বা বাস্তবতা চলছে? এই সহজ বাস্তবতার কাছে আমরা নিতান্তই হেরে যাচ্ছি। জয় হচ্ছে সাময়িক অসহ্যনীয় ইগোর। শেষ হয়ে যাচ্ছে সে সব স্মৃতিময় বন্ধুত্বের পথচলা। বিলীন হয়ে যাচ্ছে বন্ধুর প্রতি বন্ধুর সম্মান।

আমি ভাবতাম আমার প্রায় বন্ধুরা ম্যচিউড গত ৮ তারিখে ব্রাজিলের শোচনীয় হারে আবেগের বা ইগোর চরম পর্যায়ে গিয়ে ব্রাজিল সাপোর্টাররা কথা বন্ধ করে দেয়। নিজের উপর নিজে রাগ করে সে রাগ ঝাড়ার চেষ্টা চলে আর্জেন্টিনা vs. নেদারল্যান্ডের খেলায়। এতেই বিপত্তি নেমে আসে মেসি নির্ভর আর্জেন্টিনা জ্বলে উঠে নিজ নিজ অবস্থান থেকে। সবাই সবার জায়গায় ভাল করায় শেষ পর্যন্ত ট্রাইবেগারে ফাইনালের মুখ দেখে আর্জেন্টিনা, এ ফলাফল ব্রাজিলের অনেক ভক্তরা মেনে নিতে পারছিল না। না পারাটা পুরোপুরি অবাস্তবতা ও ইগো থেকে। পারাটাই বাস্তবতা কিন্তু এই ফলাফলের উপর যে কোন সিদ্ধান্ত নেওয়াটা চরম বোকামির।

আজ আমার ফেজবুক স্ট্যাটাসে আমার কলেজ বন্ধু অভি[ব্রাজিলিয়ান ফ্যান(সাপোর্টার)] ইগো থেকে কিছু কথা বলায় আমিও লজিকেলি আর্জেন্টিনা, জার্মানি ও ফুটবলের কিছু ইতিহাস টানি যা নিতান্তই সত্য ও ফান করার উদ্দেশ্যে। এতেই তেলে বেগুনে জ্বলে আমাকে দেয় ব্লক!!!! এতে হয়ত ও ভাবছে এখানে বন্ধুত্বের ইতি। কিন্তু আমি তা হতে দিতে পারিনা। এখানে আমার চেষ্টা আছে, কিন্তু আমরা দেখি এই ছোট্ট সমস্যাটাই মহীরুহ আকার ধারণ করে অনেক সময় ইতি টানছে বন্ধুত্বের সু-সম্পর্কের।



তাই অনুগ্রহ করে ভাবুন, বন্ধুত্বের সম্পর্ক বড় নাকি খেলায় নিজে না খেলে অন্যজনের খেলার মাঝে নিজের আত্মতৃপ্তি বা সাময়িক সুখ-দুঃখটাই বড়??

দয়া করে বন্ধুত্বের সুসম্পর্কের মঝে বাস্তবতা মেনে নিন। ইগো টেনে ইতি টানবেন না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৬

প্রবাসী পাঠক বলেছেন: দয়া করে বন্ধুত্বের সুসম্পর্কের মঝে বাস্তবতা মেনে নিন। ইগো টেনে ইতি টানবেন না।

২| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৫

ফা হিম বলেছেন: সামান্য খেলা নিয়ে বন্ধুদের সাথে মন কষাকষির কোন মানে হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.