নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একেবারে সোজা সাপটা ভাষায় নিজের সম্বন্ধে কিছু কথা বলতে চাই;আমি একজন মুসলিম;জন্মসুত্রে এবং উত্তরাধিকার সূত্রে।হানাফি,মালিকি,শাফেয়ী,হাম্বিলি কিংবা আহলে হাদিস,সুন্নী,সালাফী কোন পরিচয়ে পরিচিত হতে আমি অভ্যস্ত নই।জানার ইচ্ছা আমার চিরন্তন।জানানোর ইচ্ছাও ব্যাপক।

মু মাহফুজ আজিম

পৃথিবীর সবচেয়ে আনন্দদায়ক কাজগুলোর একটি হল নিজের সম্বন্ধে লেখা।কাজেই বোঝা যায় মিথ্যা আর তোষামোদে ভরপুর।অনেক দিন অপেক্ষা করেছি এই অংশটা লেখার জন্য। কিন্তু লিখি নাই কারণ আমাদের আশেপাশের লোকজন খুবই যন্ত্রণাদায়ক।একটা মানুষকে তারা ভালবাসবে সেটা যে কারণেই হোক কিন্তু কোনদিন বুঝতে দেবে না।খালি এখানেই শেষ না, যেই কারণে ভালবাসা আবার সেই কারণকেই সবার সামনে নিজের কাছে সবচেয়ে ঘৃণ্য কাজ হিসেবে প্রচার করে।

মু মাহফুজ আজিম › বিস্তারিত পোস্টঃ

ইসরাঈলের পন্য বর্জন প্রসঙ্গে

১৩ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৩৩

বাংলাদেশের সাথে ইসরাঈলের কূটনৈতিক কিংবা ব্যবসায়িক কোন সম্পর্ক নেই। বাংলাদেশে ইসরাঈলের কোন পন্য আসে না। বাংলাদেশের কোন কোম্পানির সাথে ইসরাঈলের কোন কোম্পানির ব্যবসায়িক চুক্তিও নেই। বিভিন্ন ব্লগ বা ফেসবুকে যেসব ইসরাঈলী পন্যের বিবরণ দেয়া আছে তার মধ্যে বেশীর ভাগ পন্য কালুরঘাট ভারী শিল্প এলাকায় তৈরী হয়। বাকীগুলো গাজীপুর কিংবা নারায়ণগঞ্জে। এখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করে। সব আমাদের দেশের। আমরা আমাদের দেশে পন্য তৈরী করে ইহুদীদের প্রমোট করছি!!

অথচ আমরা চাইলে বাংলাদেশী ব্রান্ড তৈরি করতে পারি। সে সামর্থ আমাদের ব্যবসায়ীদের আছে। কিন্তু শুধুমাত্র গ্রাহক সেই পণ্য ভালোভাবে গ্রহন করে না বিধায় ব্যবসায়ীরা ইসরাঈলী পন্যকে প্রমোট করে।

সুতরাং সচেতনতা তৈরি হোক, বাংলাদেশী ব্রান্ডের জনপ্রিয়তা বাড়ানো হোক।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৭

কোয়ান্টাম ফ্লাকচুয়েসন বলেছেন: ভাল বলেছেন, সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.