![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন গ্রফিক্স ডিজাইনার ,ওয়েব ডিজাইনার, এর পাশাপামি আমি ব্লগে লেখা লেখি করি।
মুহিবুর রহমান ফাউন্ডেশন শিক্ষা-উদ্যোগ- কর্তৃক পরিচালিত সিলেট কর্মাস কলেজের ২০১৩-'১৪ ইং শিক্ষাবর্ষের বিঞ্জান বিভাগের ছাত্র, বর্তমানে সিলেট বিঞ্জান ও প্রযুক্তি কলেজের মেধাবি ছাত্র মেহেদী হাসোনের দু'টি কিডনীই নষ্ট হয়ে যাওয়ায় সে এখন মৃত্যুর সম্মুখীন। তার চিকিৎসা করাতে গিয়ে তার পরিবেরের অবস্থা এখন নিঃস্ব প্রায়। তার চিকিৎসার জন্য প্রায় ২০,০০,০০০ (বিশ লক্ষ) টাকা প্রয়োজন। এতো টাকা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই আপনাদের একটু সহানুভূতি, আর্থিক সাহায্য এবং আল্লহর কাছে দোয়াই পারে মুমূর্ষুপ্রায় মেহেদীকে বাচাতে। আসুন আমরা সবাই মিলে মেহেদীকে বাচাতে এগিয়ে আসি এবং অন্যকে সাহায্য করতে উৎসাহিত করি। সাহায্য পাঠানের একাউন্ট নং: ২০১.১৫১.২৯৫৭০ মোঃ নজরুল ইসলাম, ডাচ্ বাংলা ব্যাংক লিঃ, আম্বরখানা ব্রাঞ্চ, সিলেট।বিকাশ নাম্বার: (০১৭২২-৫৮৯১২৫) প্রয়োজনে যোগাযোগ: ০১৭২৭-৬১৬১৫৫, ০১৭১৫-০৩৭২১৯, ০১৭১৮-৫৩৮১৮৯, ০১৭১২-১৭৬৫২৩ এই নাম্বারে।