![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন গ্রফিক্স ডিজাইনার ,ওয়েব ডিজাইনার, এর পাশাপামি আমি ব্লগে লেখা লেখি করি।
ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে জুনায়েদ খানের বলে চার মারলেন সৌম্য সরকার। ক্রিজের অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসানের দিকে হঠাৎ করে ধেয়ে আসলেন পাকিস্তান পেস বোলার ওয়াহাব রিয়াজ। এসেই সাকিব আল হাসানের সাথে গায়ে পড়েই আঙ্গুল উঁচিয়ে শাসাতে লাগলেন সাকিবকে।
সাকিব ও ছেড়ে দেবার পাত্র নন। সাকিব ও হাত উঁচিয়ে রিয়াজকে সাবধান হতে বলেছেন। কিছুক্ষণের জন্যে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাকিস্তানি অধিনায়ক মিসবাহ পরে আম্পায়ার র্যানমোরে মার্টিনেজের সাথে এ ব্যাপারে কথা বললে পরিস্থিতি শান্ত হয়ে আসে।
২| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১২:০৪
টি এম মাজাহর বলেছেন: বেয়াদ্দপ ওয়াহাব রিয়াজ প্রথম খেলা থেকেই বেয়াদবী করে আসছে, ওকে পুরা ট্যুরের জন্যই জরিমানা করা উচিত। পাকি খচ্চরদের শাসানির ভয় করে না বাঙালী। সাব্বাস সাকিব।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৫ রাত ৯:৪৮
সহজপাঁচালি বলেছেন: ভিডিওটা নাই।
তর্কাতর্কিটা কেন করছে কিছু বললেন না যে!