নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি কে আমরা আগের মতো,দেখতে পাচ্ছিনা ।
মাশরাফি যাত্রায় যখন শুরু করেছেন তখনই ক্রিকেট পরিচালনা নয়।
তিনি একটি দেশ পরিচালনা করে চলেছেন।
সেদিন তিনি জানালেন,
ট্রি টুয়েন্টি টুর্নামেন্ট থেকে বিদায় নিবেন। তাহলে কি সত্যি চলেছেন।
আবার বলা হচ্ছে বোর্ড থেকে তিনি যতদিন চাইবে ততদিনই থাকবেন।
যাক তাহলে কি তিনি অন্য কিছু ভাবছেন।
আমাদের মাশরাফি আমাদের দেশের হয়ে কিছু করবে
এটাই প্রত্যাশা করি।আমরা প্রথম মাশরাফি কে ফিরে ফেতে চাই ।
ক্রিকেট বোর্ড নয় নয় দলের হয়ে। মাশরাফি দেশের হয়ে খেলবে।
আমারা দেশের পক্ষে আগের চেতনায়।দেখতে চাই ।
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০২
খায়রুল আহসান বলেছেন: মাশরাফি বিন মোর্তাজার প্রতি আপনার এতটা আস্থা ও শ্রদ্ধা দেখে মুগ্ধ হ'লাম। আসলেই তিনি একজন আত্মত্যাগী, দেশপ্রেমিক খেলোয়াড়।