নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

আজ শবে মেরাজ

০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৩৮

আজ শবে মেরাজ,
মুসলমানদের বিশেষ করে
আজকের দিনটি অতান্ত গুরুত্বপূণ্য।
বিশ্বনবী হযরত মুহাম্মদ (স) আজকে,
সবে মেরাজ গিয়েছিলেন , এদিনটি মুসলমানের বিভিন্ন
কর্ম কান্ড ভিতরে এ দিবস টি পালন করছে।
কেউ কেউ এ দিনটাতে রোজা রেখে পালন করে করেছে।
পূর্ণ্যবান হওয়ার চেষ্টা প্রয়াস করে পালন করেছেন।
এ দিনটি সমপর্কে অনেক হাদিস ফজিলত বনর্না করা হয়েছে। শবে মেরাজ মুসলমানদের বিশেষ গুরুত্ব পূর্ণ দিন।
মিরাজের ঘটনা কুরআন ও সহীহ হাদীছের
মাধ্যমে প্রমাণিত। আল্লাহ তাআলা বলেনঃ
) ﺳُﺒْﺤَﺎﻥَ ﺍﻟَّﺬِﻱ ﺃَﺳْﺮَﻯ ﺑِﻌَﺒْﺪِﻩِ ﻟَﻴْﻠًﺎ ﻣِﻦْ ﺍﻟْﻤَﺴْﺠِﺪِ ﺍﻟْﺤَﺮَﺍﻡِ ﺇِﻟَﻰ ﺍﻟْﻤَﺴْﺠِﺪِ
ﺍﻟْﺄَﻗْﺼَﻰ ﺍﻟَّﺬِﻱ ﺑَﺎﺭَﻛْﻨَﺎ ﺣَﻮْﻟَﻪُ ﻟِﻨُﺮِﻳَﻪُ ﻣِﻦْ ﺁﻳَﺎﺗِﻨَﺎ ﺇِﻧَّﻪ ﻫُﻮَ ﺍﻟﺴَّﻤِﻴﻊُ ﺍﻟْﺒَﺼِﻴﺮُ (
“পবিত্র ও মহিমাময় তিনি যিনি তাঁর বান্দাকে রজনীর
কিয়দাংশে ভ্রমণ করিয়েছিলেন মাসজিদুল হারাম
হতে মসজিদুল আকসা পর্যন্ত। যার পরিবেশকে
আমি করেছিলাম বরকতময়। তাঁকে আমার নিদর্শন
দেখাবার জন্যে। নিশ্চয় তিনি সর্বশ্রোত,
সর্বদ্রষ্টা।
(সূরা বাণী ইস্রাঈলঃ ১)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আত্মদর্শনে পূর্ন হোক মেরাজের রজনী।

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:০৮

এম ডি মুসা বলেছেন: আমিন

২| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:০৭

এম ডি মুসা বলেছেন: আমিন

৩| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:২০

এখওয়ানআখী বলেছেন: শবে মেরাজ সত্য তবে দিনটি যে আজই এর কোন প্রমাণ আছে কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.