নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

সন্ধা রূপ

০৯ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪২

সন্ধে বেলা সন্ধে বেলা
তুমি আসলে কখন ভাই,'
জোনাক পোকি নিভু নিভু
জ্বালায় কেন দিয়াশ লাই।
সন্ধা বলে আমি রেগে
হয়ে গেছি কালো ভাই,
আমায় রাগ ভাঙাবে বলে
চঁাদ তারাদের জুরি নাই।
আমি সবাইকে অন্ধ বানাই
বদ্ধ ঘরে থাকতে তাই,
আমার কি দোষ দেবে বল
সূর্যি মামা যে ঘরে নাই।
সবাইকে আমি মানতে শিখাই
শান্ত হতে বড় তাই,
আমি এলে সব ছোট
বড় চক্ষু সবার নাই।
থামতে শিখাই ভাবতে শিখাই
নতুন করে চলতে তাই
আমি তো এক জগতের রং
মিছে কভু বলি নাই।
কালো আমি অনেক বড়
খুজে লয়ে দেখ তাই
তার নিচে আমার আকার
ছায়া জুরে রইছে ঠাই।
সন্ধে বেলা সন্ধে বেলা
তুমি আসলে কেন ভাই
আমার গৃহে বাতি দেবার
কেনা কোন কপি নাই।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৮

জাহিদ অনিক বলেছেন: সন্ধ্যায় ভরে যায় মন ,
পরিপুর্ণ সূচিতায়

২| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:০১

মানবী বলেছেন: :-)

ধন্যবাদ MdMusa ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.