নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

হাবীবুল্লাহ সিরাজীর কবিতা হৃদয় মেলিয়া কাক দেখিলাম

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪০


অবসর খাকি টুপি জমা দিলে
টুটাফাটা জুতো হা-মুখে তাকায় —
ডুবে থাকা ঘাড়ে ছেঁড়া ফিতে বেঁধে
লগ এলাকায় মামলা নামায় !

ঢিলে চামড়ায় জমে থাকা নুনে
ফাটা আঙুলের দায় শতকণা —
দুই চোখে ঠুলি, তুলো গোঁজা কানে
সোনার ওজনে তামা বনিবনা !

হাঁটুতে বুদ্ধি হোঁচটে লালসা
যা সকল ডান তার সব বাম
লুট করে নিলে শাপলার বিল
হৃদয় মেলিয়া কাক দেখিলাম !

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:১১

বিএম বরকতউল্লাহ বলেছেন: কত কঠিনেরে সহজ করে বলে গেলেন তিনি!
শুভ কামনা।

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

এম ডি মুসা বলেছেন: কবি বলে কথা!!

২| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: ওকে।

৩| ১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

এম ডি মুসা বলেছেন: তুমি তো আসলেই একজন কবি, আমরা তো সবাই জানি উনি একজন বর্তমান বাংলা একাডেমির পরিচালক। আমার কাছে কবিতা টা খুব কঠিন লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.