নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

অভাবের শরীর

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫১


গরমের দেহ কাবু করে নেয়া শীতের আভাস!
ছোবল মেরেছে মানুষের দেহ ‌চিলের ঠোঁটের মতো
চোরা কাটা গাঁথে পথের শরীরে দেহতে গাঁথায়
শীতে- জানে না শীতে- বিপদ সাজেও ভীষণ ক্ষত।

গরমে দাহ্য নিভৃত দেহ শত আঘাতের দাগ
সারা জাগিয়েছে নরম কোমলে প্রাণের অস্থি,
রোদের দাপট ভাটা ভরা দিন দুর্বল মরু
পেঁচিয়ে শরীর মুড়িয়ে জড়িয়ে পাচ্ছি সস্তি।
ওরে
কিছুদিন আগে দুর দুর করে তারা করে গেছি যা বা
আর যেন তার আঁকড়েই ধরি করিও কুস্তাকুস্তি
অভাবী গর্তে লুকিয়ে সয়েছি বিষাক্ততাপ উষ্ণ
সেই বিষাক্ত আবার খুঁজছি শীত ভীষণ জলহস্তী।

গরমের কাছে শীত প্রার্থনা করেছি শীতের শরীর
এমন ঠান্ডা নিভিয়ে দিয়েছে ক্ষুধার্ত ভরা অঙ্গ
উহাদের মত এসির বায়ুর বহেনা তলের মেজোর
শীতের কাছেই গরম খুঁজছি হয়না গরম সঙ্গ।
_মুসা

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৪৩

কবীর হুমায়ূন বলেছেন: ভালো লিখেছেন কবি। শুভ কামনা।

২| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

৩| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১২:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর লেখা।

৪| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.