নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
দাদি নেই দাদা নেই নানা নেই নানি নেই কেউ নেই বৃদ্ধ,
তবু যেন মন কাঁদে রাত লাগা হিম্মত শীতে কেযে সিদ্ধ।
মাঝ রাতে বৃদ্ধর কতটুকু পোশাকেই মানবীর সহে শীত,
ততটুকু পেল কিনা সারারাত দিছে-ভণ্ড কী করে- গীত?
চিন্তার খাতা খুলে বুড়ো ভেবে বোঝা ভেবে ঠেলে দেয় কেউ তার,
কেউ আছে ভাবে না কি ঝামেলাটা অবসান মরে গেলে বাঁচে যার ।
এই শীতে কত শুনি ইহকাল ছেড়ে গেছে কত কত বৃদ্ধ!
ভেবো ভাই ভেবো না তো বোঝা পোঝা ওরাসব নাই করো সিদ্ধ।
গত এক বছরেই একছেলে কাছে ঘেরে করে ছিল আফসোস,
এক রাতে বাস্তব কম্বলে অভাবের রাত ছিল সংকোচ!
একদেহে ধরে ছিল থরথর কেঁপে মরে গেল সেই বুড়ি!
কেউ রাখে নাই খোঁজ এই রাতে ফিরে নাই ওগ মুখ ঘুরি।
মরবার পরদিন আয়োজন মিলাদের লাখটাকা করে ব্যায়।
ছেলে তার!!..........
কেবা জানে কতটুকু কষ্টের ব্যথা বুকে নিয়ে গেছে ওরে ঐ
পরপার!
-মো মুসা
২৫ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৭
এম ডি মুসা বলেছেন: আপনি আপনার আশেপাশের বৃদ্ধদের খোঁজখবর রাখবেন ঘরেও
২| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ১০:২০
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর লিখেছেন।
আফসোস আপনার মতোণ করে আমি লিখতে পারি না।
২৬ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২৩
এম ডি মুসা বলেছেন: রাজীব নূর ভাই এটা কি বলেন আমি আমি ভালো লিখি কই।। যারা আসলে সত্যিকারে বড় রিলেশন রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম তাদেরকে অনুসরণ করুন।। তারা মূলত ভালো লিখছিলো
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৯
আমি সাজিদ বলেছেন: খুব কঠিন কিছু সত্য তুলে ধরেছেন। কবিতার প্রশ্নটিও ভাবতে শেখায়।