নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
সময় জুড়েরে প্রেমের মেলা বাতাসেও গন্ধ,
টেক্স হচ্ছে রিপ্লে হচ্ছে মুখ রয়েছে বন্ধ।
মর্ডান ছেলে মর্ডান মেয়ে ভুলছে পথের দিশা,
সহজ হইলো বাঁক যোগাযোগ বন্ধুর মিলামিশা।
মাঠ রয়েছে খেলার মাঠ কিন্তু ছেলে নাই,
একটিভ দেখি ফেসবুকে তে যখন চোখ বুলাই।
কাজের গতি মন্থর হচ্ছে কাজের মাঝে ফাঁকি,
সুযোগ পেলে কাজকে রেখে ফেসবুক ঢুকে- থাকি।
ছেলে মেয়ে পড়ার নামে মিথ্যা অজুহাত,
ইটিশ পিটিশ ভেলকিবাজি হচ্ছে মোলাকাত।
যখন তখন ডাটা খোলা দূর হয়েছে কাছে,
কিন্তু তাতে শান্তিতে ঘর নাইরে কারো পাশে।
আধুনিকের ছোঁয়া নিয়ে মানুষ হচ্ছে লব্জ,
অতি লাইয়ে বান্দর কাঁধে উঠে বসতে দেখছ।
ঘুমিয়ে থাকে মুরুব্বীরা রাতের মধ্যভাগে
ছেলে মেয়ে ইটিশ পিটিশ সারা রাত্রে জাগে।
এমন ভাবে চলতে থাকলে যুব সমাজ ধ্বংস,
পাইবেনা আর ভবিষ্যতে সুস্থ জাতির বংশ।
২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৪
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা, শিশির ভেজা এক ট্রাক ফুলের শুভেচ্ছা।
২| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০৪
রাজীব নুর বলেছেন: ফেসবুক প্রেম দীর্ঘস্থায়ী হয় না।
২৪ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫১
এম ডি মুসা বলেছেন: ঠিক কথা রাজীব নূর ভাই।
৩| ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে
২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৫
এম ডি মুসা বলেছেন: শুভ কামনা, আপু , আপনার নামটা, বেশ মুখাস্ত হয়ে গেছে, ভালোবাসা এবং সালাম নেবেন।।
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:১৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: যদি লেখা খুবই ছোট কিন্তু এর ভাব অর্থ অনেক বিশাল ----আমার কাছে মনে হয় আপনি মাসের সেরা পোস্টটি করেছেন। অনুরোধ করবো কবিতাটিকে পারলে আরো বড় করেন। ফেসবুকেও দেন- আর তা পাবলিক করে দেন--- এই মোবাইলের যন্ত্রনায় কিশোর/কিশোরীরা পড়ালেখা রেখে বন্ধু খোঁজ করছে ফেবুর পাতায়, তারা রাত জেগে সকালে উঠে এমন ভাব করছে যেন পড়ালেখা করে ফাটিয়ে দিয়েছে,অনেক বাবা মার অবাধ্য হচ্ছে। কিছু আবার মাদক, সেক্সএর দিকেও ঝুকছে---মহা এক যন্ত্রনা !!!!
পোস্টে কোটি কোটি ++++++++++ সেইসাথে স্যালুট